Paris Olympics 24: পদক জয়ের লক্ষ্যে নামছেন ভারতীয় অ্যাথলিটরা, একনজরে দেখে নিন অলিম্পিকের সূচি

People's Reporter: আগামী ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক। এবারে বিভিন্ন বিভাগ থেকে ১০০-র বেশি ভারতীয় ক্রীড়াবিদ অংশ নিয়েছেন।
নীরজ চোপড়া
নীরজ চোপড়াপ্রতীকী ছবি
Published on

আগামী ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক। এবারে বিভিন্ন বিভাগ থেকে ১০০-র বেশি ভারতীয় ক্রীড়াবিদ অংশ নিয়েছেন। একনজরে দেখা যাক কোন দিন কোন খেলা রয়েছে -

২৫ জুলাই -

পুরুষ এবং মহিলা তিরন্দাজি বিভাগের র‍্যাঙ্কিং রাউন্ড

২৬ জুলাই -

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান

২৭ জুলাই -

হকি - ভারত বনাম নিউজিল্যান্ড

ব্যাডমিন্টন - পুরুষদের সিঙ্গেলসের গ্রুপ স্টেজ। মহিলাদের সিঙ্গেলসের গ্রুপ স্টেজ। পুরুষদের ডবলসে গ্রুপ স্টেজ এবং মহিলাদের ডবলসে গ্রুপ স্টেজ।

বক্সিং - পুরুষদের সিঙ্গেল স্কালস হিটের রাউন্ড অফ ৩২ রোয়িং-র প্রাথমিক পর্যায়।

শ্যুটিং - ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড (যোগ্যতা অর্জন), ১০ মিটার এয়ার রাইফেল (পদকের ম্যাচ), ১০ মিটার এয়ার পিস্তল যোগ্যতা, 10 মিটার এয়ার পিস্তল যোগ্যতা অর্জন পর্ব।

টেবিল টেনিস - পুরুষ ও মহিলাদের সিঙ্গেলসের প্রাথমিক পর্যায়, ৬৪ টেনিসের রাউন্ড - ১ম রাউন্ডের ম্যাচ - পুরুষদের সিঙ্গেলস, মহিলাদের সিঙ্গেলস, পুরুষদের ডবলস এবং মহিলাদের ডবলস।

২৮ জুলাই -

তিরন্দাজি - মহিলা দলের রাউন্ড অফ 16 থেকে ফাইনাল পর্যন্ত

রোয়িং - পুরুষদের সিঙ্গেলস স্কালস রেপিচেজ রাউন্ড

শ্যুটিং - ১০ মিটার এয়ার রাইফেল মহিলাদের যোগ্যতা, ১০ মিটার এয়ার পিস্তল পুরুষদের ফাইনাল, ১০ মিটার এয়ার রাইফেল পুরুষদের যোগ্যতা, ১০ মিটার এয়ার পিস্তল মহিলাদের ফাইনাল

সাঁতার - পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক হিটস, পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক সেমিফাইনাল, মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল হিটস এবং মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল সেমিফাইনাল।

২৯ জুলাই -

তিরন্দাজি - পুরুষ দলের রাউন্ড অফ ১৬ থেকে ফাইনাল পর্যন্ত

হকি – ভারত বনাম আর্জেন্টিনা।

রোয়িং - পুরুষদের একক স্কালস সেমিফাইনাল E/F

শ্যুটিং - ট্র্যাপের পুরুষদের যোগ্যতা অর্জন, ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড দলের যোগ্যতা অর্জন, ১০ মিটার এয়ার রাইফেল মহিলাদের ফাইনাল, ১০ মিটার এয়ার রাইফেল পুরুষদের ফাইনাল

সাঁতার - পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ফাইনাল, মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল ফাইনাল।

টেবিল টেনিস - পুরুষ ও মহিলাদের সিঙ্গেলস - রাউন্ড অফ ৬৪ এবং রাউন্ড অফ ৩২ টেনিসের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ।

৩০ জুলাই -

অশ্বারোহী - ড্রেসেজ ব্যক্তিগত ড্রেসেজের প্রথম দিন।

তিরন্দাজ – মহিলাদের রাউন্ড অফ ৬৪ এবং রাউন্ড অফ ৩২, পুরুষদের রাউন্ড অফ ৬৪ এবং রাউন্ড অফ ৩২।

হকি – ভারত বনাম আয়ারল্যান্ড

রোয়িং - পুরুষদের সিঙ্গেলস স্কালস কোয়ার্টার ফাইনাল

শ্যুটিং - মহিলাদের যোগ্যতা (ট্র্যাপ)-র প্রথম দিন, ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড দলের ম্যাচ (পদকের ম্যাচ), ট্র্যাপ পুরুষদের ফাইনাল

টেনিস – রাউন্ড ৩ ম্যাচ

৩১ জুলাই -

বক্সিং - কোয়ার্টার ফাইনাল

অশ্বারোহী - ব্যক্তিগত ড্রেসেজের দ্বিতীয় দিন

রোয়িং - পুরুষদের সিঙ্গেলস স্কালস সেমিফাইনাল

শ্যুটিং - ৫০ মিটার রাইফেল ৩ পজিসন, পুরুষদের যোগ্যতা অর্জন, মহিলাদের ফাইনাল (ট্র্যাপ)।

টেবিল টেনিস - রাউন্ড অফ ১৬

টেনিস - পুরুষদের ডাবলসে সেমিফাইনাল

১ আগস্ট -

অ্যাথলেটিক্স - পুরুষদের ২০ কিমি রেস ওয়াক, মহিলাদের ২০ কিমি রেস ওয়াক

ব্যাডমিন্টন - পুরুষ ও মহিলাদের ডবলসের কোয়ার্টার ফাইনাল, পুরুষ ও মহিলাদের সিঙ্গেলসের রাউন্ড অফ ১৬

হকি – ভারত বনাম বেলজিয়াম

গলফ – পুরুষদের প্রথম রাউন্ড

জুডো - মহিলাদের ৭৮+ কেজি রাউন্ড অফ ৩২ থেকে ফাইনাল পর্যন্ত

রোয়িং - পুরুষদের সিঙ্গেলসের স্কালস সেমিফাইনাল A/B

সেইলিং - পুরুষ ও মহিলাদের ডিঙ্গি রেস ১-১০

শ্যুটিং - ৫০ মিটার রাইফেলের ৩ পজিশনের পুরুষদের ফাইনাল, ৫০ মিটার রাইফেলে ৩ পজিশন মহিলাদের যোগ্যতা অর্জন

টেবিল টেনিস - পুরুষ ও মহিলাদের সিঙ্গেলস কোয়ার্টার ফাইনাল

টেনিস - পুরুষ একক কোয়ার্টার ফাইনাল

২ আগস্ট -

তিরন্দাজ - মিক্সড দলের রাউন্ড অফ ১৬ থেকে ফাইনাল পর্যন্ত

অ্যাথলেটিক্স - পুরুষদের শট পুট যোগ্যতা অর্জন

ব্যাডমিন্টন- মহিলাদের ডবলসের সেমিফাইনাল, পুরুষদের ডবলসের সেমিফাইনাল এবং পুরুষদের সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনাল।

হকি - ভারত বনাম অস্ট্রেলিয়া

গলফ - পুরুষদের দ্বিতীয় রাউন্ড

রোয়িং - পুরুষদের সিঙ্গেলস স্কালস ফাইনাল

শ্যুটিং - স্কিট পুরুষদের যোগ্যতা অর্জন - প্রথম দিন, ২৫ মিটার পিস্তল মহিলাদের যোগ্যতা অর্জন, ৫০ মিটার রাইফেলের ৩ পজিশন মহিলাদের ফাইনাল

টেবিল টেনিস – পুরুষ ও মহিলা সিঙ্গেলসের সেমিফাইনাল

টেনিস - পুরুষদের সিঙ্গেলসের সেমিফাইনাল এবং পুরুষদের ডবলসের মেডেল জয়ের ম্যাচ

৩ আগস্ট -

তিরন্দাজি - মহিলাদের বিভাগের রাউন্ড অফ ১৬ থেকে ফাইনাল পর্যন্ত

অ্যাথলেটিক্স - পুরুষদের শট পুট ফাইনাল

ব্যাডমিন্টন - মহিলাদের সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনাল এবং মহিলাদের ডবলস মেডেল ম্যাচ

বক্সিং - কোয়ার্টার ফাইনাল, মহিলাদের 60 কেজি - সেমিফাইনাল

গলফ - পুরুষদের রাউন্ড 3

শ্যুটিং - স্কিট পুরুষদের যোগ্যতার দ্বিতীয় দিন, স্কিট মহিলাদের যোগ্যতার প্রথম দিন। ২৫ মিটার পিস্তলের মহিলাদের ফাইনাল, স্কিট পুরুষদের ফাইনাল

টেবিল টেনিস - মহিলাদের সিঙ্গেলসের পদক জয়ের ম্যাচ

টেনিস - পুরুষদের সিঙ্গেলসের পদক জয়ের ম্যাচ

৪ আগস্ট -

তিরন্দাজ - পুরুষদের রাউন্ড অফ ১৬ থেকে ফাইনাল পর্যন্ত

অ্যাথলেটিক্স - মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজের প্রথম রাউন্ড। পুরুষদের লং জাম্পের যোগ্যতা অর্জন

ব্যাডমিন্টন - মহিলাদের সিঙ্গেলসের সেমিফাইনাল, পুরুষদের সিঙ্গেলসের সেমিফাইনাল, পুরুষদের ডাবলসে পদকের ম্যাচ

বক্সিং - সেমিফাইনাল

অশ্বারোহী - ড্রেসেজ ইনডিভিজুয়াল গ্র্যান্ড প্রিক্স ফ্রিস্টাইল

হকি - পুরুষদের কোয়ার্টার ফাইনাল

গলফ- পুরুষদের চতুর্থ রাউন্ড

শ্যুটিং - ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল পুরুষদের প্রথম কোয়া-স্টেজ, স্কিট মহিলাদের যোগ্যতার দ্বিতীয় দিন এবং স্কিট মহিলাদের ফাইনাল।

টেবিল টেনিস - পুরুষদের সিঙ্গেলসের পদক জয়ের ম্যাচ।

৫ আগস্ট -

অ্যাথলেটিক্স - পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজের প্রথম রাউন্ড, মহিলাদের ৫০০০ মিটার ফাইনাল।

ব্যাডমিন্টন - মহিলাদের সিঙ্গেলসের পদক জয়ের ম্যাচ, পুরুষদের সিঙ্গেলসের পদক জয়ের ম্যাচ।

টেবিল টেনিস - পুরুষ ও মহিলা দলের শেষ ১৬-র ম্যাচ।

শ্যুটিং - স্কিট মিক্সড দলের যোগ্যতা অর্জন, ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তলে পুরুষদের ফাইনাল, স্কিট মিক্সড দলের পদক জয়ের ম্যাচ রয়েছে।

কুস্তি - মহিলাদের ৬৮ কেজি বিভাগের রাউন্ড অফ ১৬ এবং কোয়ার্টার ফাইনাল

৬ আগস্ট -

অ্যাথলেটিক্স - পুরুষদের জ্যাভলিন থ্রো-র যোগ্যতা অর্জন, মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ ফাইনাল, পুরুষদের লং জাম্প ফাইনাল

বক্সিং - সেমিফাইনাল,

মহিলাদের 60 কেজি - ফাইনাল

হকি - পুরুষদের সেমিফাইনাল

সেইলিং - পুরুষ ও মহিলাদের ডিঙ্গির পদক জয়ের ম্যাচ

টেবিল টেনিস – পুরুষ ও মহিলা দলের কোয়ার্টার ফাইনাল

কুস্তি - মহিলাদের ৬৮ কেজি সেমিফাইনাল থেকে মেডেল ম্যাচ, মহিলাদের ৫০ কেজি বিভাগের রাউন্ড অফ ১৬ এবং কোয়ার্টার ফাইনাল

৭ আগস্ট -

অ্যাথলেটিক্স - পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ ফাইনাল, ম্যারাথন রেস ওয়াক মিক্সড রিলে, মহিলাদের ১০০ মিটার হার্ডলসের প্রথম রাউন্ড।

জ্যাভলিন থ্রো-র যোগ্যতা, পুরুষদের হাই জাম্পের যোগ্যতা এবং পুরুষদের ট্রিপল জাম্প যোগ্যতা অর্জন।

বক্সিং - পুরুষদের ৬৩.৫ কেজি এবং পুরুষদের ৮০ কেজি বিভাগের ফাইনাল

গলফ - মহিলাদের প্রথম রাউন্ড

টেবিল টেনিস - পুরুষ ও মহিলা দলগত বিভাগের কোয়ার্টার ফাইনাল, পুরুষ দলের সেমিফাইনাল

ভারোত্তোলন - মহিলাদের ৪৯ কেজি

কুস্তি - মহিলাদের ৫০ কেজি বিভাগের সেমিফাইনাল থেকে পদক জয়ের ম্যাচ, মহিলাদের ৫৩ কেজি বিভাগের রাউন্ড অফ ১৬ এবং কোয়ার্টার ফাইনাল হবে।

৮ আগস্ট

অ্যাথলেটিক্স - পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনাল, মহিলাদের ১০০ মিটার হার্ডলস রিপেচেজ, মহিলাদের শট পুটের যোগ্যতা অর্জন।

বক্সিং - পুরুষদের ৫১ কেজি, মহিলাদের ৫৪ কেজি ফাইনাল

হকি - পুরুষদের পদক জয়ের ম্যাচ

গলফ - মহিলাদের দ্বিতীয় রাউন্ড

টেবিল টেনিস - পুরুষ ও মহিলাদের সেমিফাইনাল

রেসলিং - মহিলাদের ৫৭ কেজি রাউন্ড অফ ১৬ এবং কোয়ার্টার ফাইনাল, মহিলাদের ৫৩ কেজি সেমিফাইনাল থেকে পদকের ম্যাচ, পুরুষদের ৫৭ কেজি বিভাগের রাউন্ড অফ ১৬ এবং কোয়ার্টার ফাইনাল

৯ আগস্ট -

বক্সিং - পুরুষদের ৭১ কেজি, মহিলাদের ৫০ কেজি, পুরুষদের ৯২ কেজি এবং মহিলাদের ৬৬ কেজি বিভাগের ফাইনাল

অ্যাথলেটিক্স - মহিলাদের ৪-৪০০ মিটার রিলে রেসের প্রথম পর্ব, পুরুষদের ৪-৪০০ মিটার রিলে রেসের প্রথম পর্ব, মহিলাদের ১০০ মিটার হার্ডলস সেমিফাইনাল, মহিলাদের শট পুট ফাইনাল এবং পুরুষদের ট্রিপল জাম্প ফাইনাল অনুষ্ঠিত হবে।

গলফ - মহিলাদের তৃতীয় রাউন্ড

টেবিল টেনিস – পুরুষ ও মহিলা দলের পদক জয়ের ম্যাচ

কুস্তি - মহিলাদের ৫৭ কেজি সেমিফাইনাল থেকে পদকের ম্যাচ, পুরুষদের ৫৭ কেজি সেমিফাইনাল থেকে পদকের ম্যাচ, মহিলাদের ৬২ কেজি বিভাগের রাউন্ড অফ ১৬ এবং কোয়ার্টার ফাইনাল হবে।

১০ আগস্ট -

অ্যাথলেটিক্স - মহিলাদের ৪-৪০০ মিটার রিলে ফাইনাল, পুরুষদের ৪-৪০০ মিটার রিলে ফাইনাল, মহিলাদের ১০০ মিটার হার্ডলস ফাইনাল, মহিলাদের জ্যাভলিন থ্রো ফাইনাল এবং পুরুষদের হাই জাম্প ফাইনাল।

বক্সিং - মহিলাদের ৫৭ কেজি, পুরুষদের ৫৭ কেজি, মহিলাদের ৭৫ কেজি এবং পুরুষদের ৯২ কেজি ফাইনাল

গলফ - মহিলাদের চতুর্থ রাউন্ড

টেবিল টেনিস – পুরুষ ও মহিলা দলের পদকের ম্যাচ

কুস্তি - মহিলাদের ৭৬ কেজি রাউন্ড অফ ১৬ এবং কোয়ার্টার ফাইনাল, মহিলাদের ৬২ কেজি সেমিফাইনাল এবং পদকের ম্যাচ

১১ আগস্ট -

তিরন্দাজি: মহিলাদের ব্যক্তিগত র‍্যাঙ্কিং রাউন্ড এবং পুরুষদের ব্যক্তিগত র‌্যাঙ্কিং রাউন্ড

কুস্তি - মহিলাদের ৭৬ কেজি সেমিফাইনাল থেকে পদকের ম্যাচ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in