Paris Olympics 24: প্যারিস অলিম্পিকের প্রথম সোনা চীনের, ১০ মিটার এয়ার রাইফেলে জোড়া ধাক্কা ভারতের!

People's Reporter: রামিতা-অর্জুন জুটি শেষ করে ৬ নম্বরে। প্রথম রাউন্ডে এই জুটি সংগ্রহ করে ২০৮.৭ পয়েন্ট, দ্বিতীয় রাউন্ডে ২১০.৬ এবং তৃতীয় রাউন্ডে শেষ করে ২০৯.৪ পয়েন্ট পেয়ে।
Paris Olympics 24: প্যারিস অলিম্পিকের প্রথম সোনা চীনের, ১০ মিটার এয়ার রাইফেলে জোড়া ধাক্কা ভারতের!
ছবি - প্রতীকী
Published on

অলিম্পিকের শুরুতেই জোড়া ধাক্কা ভারতের। ১০ মিটার এয়ার রাইফেলে ব্যর্থ হল ভারতীয় মিক্সড দল। রামিতা-অর্জুন জুটি এবং এলাভেলিন- সন্দীপ জুটি পদক ইভেন্টে যেতে ব্যর্থ হলেন।

শনিবার ১০ মিটার এয়ার রাইফেলে (মিক্সড) ভারতের তরফ থেকে অংশ নেন রামিতা-অর্জুন এবং সন্দীপ-এলাভেলিন জুটি। রামিতা-অর্জুন জুটি শেষ করে ৬ নম্বরে। প্রথম রাউন্ডে এই জুটি সংগ্রহ করে ২০৮.৭ পয়েন্ট, দ্বিতীয় রাউন্ডে ২১০.৬ এবং তৃতীয় রাউন্ড শেষ করে ২০৯.৪ পয়েন্ট পেয়ে। তাঁদের মোট সংগ্রহ ৬২৮.৭ পয়েন্ট। পদক জয়ের জন্য ৪ নম্বরে শেষ করতে হত ভারতীয় জুটিকে। চতুর্থ স্থানে শেষ করা জার্মানির সাথে রামিতা-অর্জুনের পয়েন্টের ব্যবধান মাত্র ১। জার্মানির সংগ্রহ ৬২৯.৭।

অন্যদিকে, সন্দীপ-এলাভেলিন জুটি শেষ করে ১২ নম্বর স্থানে। প্রথম রাউন্ডে এই জুটির সংগ্রহ ২০৭.। দ্বিতীয় রাউন্ডে ২১০.০ এবং তৃতীয় রাউন্ডে ২০৮.৮ পয়েন্ট সংগ্রহ করে ভারতীয় জুটি। এলাভেনিলের পয়েন্ট ১০৩.৪, ১০৪.৭ এবং ১০৪.৫। সন্দীপের পয়েন্ট ১০৪.১, ১০৫.৩ এবং ১০৪.৩।

এই ইভেন্টে ৬৩২.২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষ স্থান দখল করে চীন। ৬৩১.৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ কোরিয়া। দুটি দলই সোনার জন্য লড়াই করে। এই ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জেতে চীন। চলতি অলিম্পিকে এই প্রথম সোনা জিতল চীন। রুপোর পদক জিতল দক্ষিণ কোরিয়া। জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে কাজাখাস্তান।

অন্যদিকে পুরুষদের সিঙ্গেল স্কালসে চতুর্থ স্থানে শেষ করেছেন ভারতের বলরাজ পানওয়ার। ২০০০ মিটার শেষ করতে তিনি সময় নেন ৭.০৭.১১ মিনিট।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in