চীনের কাছে ৫-০ পয়েন্টে হেরে প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের আশা শেষ হয়েছে ভারতীয় মহিলা বক্সার নিখাত জারিনের। ম্যাচে নামার দু'দিন আগে থেকেই তিনি নাকি কোনও খাবারই খাননি। এমনকি জল পানও করেননি। ম্যাচ হেরে যাওয়ার পর এমনটাই জানালেন নিখাত জারিন।
নিখাত জারিন বলেন, 'গত ২ দিন ধরে আমি কিছু খাইনি, এমনকি জল পর্যন্ত নয়। এক ঘন্টা করে বহুবার দৌড়েছিলাম। আমি ওজন নিয়ন্ত্রণ করছিলাম। ওজন করার পর একটু জল খেয়েছিলাম কিন্তু নিজের শরীরকে রিকভার করতে পারিনি'।
তিনি আরও বলেন, 'যদি ম্যাচটা জিতে যেতাম তাহলের সকলেই আমার প্রয়াসের প্রশংসা করত। কিন্ত ম্যাচ হেরেছি তাই অনেকেই এখন অজুহাত হিসেবে ধরবেন। আমি আমার সেরাটা দিয়েছি। কিন্তু পদক জিততে পারিনি। আমি সত্যিই দুঃখিত।
ভারতীয় বক্সার বলেন, 'এই প্রথম আমি চীনা প্রতিপক্ষের বিরুদ্ধে খেললাম। উনি খুব দ্রুত ছিলেন। অনেক কিছুই শিখলাম ম্যাচ থেকে। কোথায় কোথায় ভুল হয়েছে সেগুলো বাড়ি ফিরে সংশোধন করতে হবে। কথা দিলাম আমি আরও শক্তিশালী হয়ে ফিরব'।
প্রসঙ্গত, ৫২ কেজি বিভাগের বক্সিং-র শেষ ১৬তে মুখোমুখি হয়েছিলেন চীনের উ ইউ এবং ভারতের নিখাত জারিন। চীনা প্রতিপক্ষের কাছে ৫-০ ব্যবধানে হারতে হয় নিখাতকে। নিখাত দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন। অন্যদিকে চীনের বক্সার এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন