প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিক্স কুস্তির ফাইনালে উঠে ইতিহাস গড়েছেন ভীনেশ ফোগাট। এই জয় নিয়ে গর্বিত তাঁর সতীর্থরা। যে লড়াইয়ের মধ্য দিয়ে ভীনেশ সোনা জয়ের দৌড়ে উঠেছেন, সকলেই কুর্নিশ জানাচ্ছেন তাঁকে। নাম না করে ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতিকে কটাক্ষ করেছেন আর এক কুস্তীগির তথা ভীনেশের লড়াইয়ের সাথী বজরং পুনিয়া।
ভারতীয় কুস্তি ফেডারেশনের তৎকালীন সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে দিল্লির রাজপথে আন্দোলনের নেমেছিলেন ভীনেশ ফোগাট, বজরং পুনিয়া এবং সাক্ষী মালিকরা। লাগাতার আন্দোলন চলে। দিল্লির কর্তব্যপথ থেকে বলপূর্বক পুলিশ সকলকে তুলে দিয়েছিল। সেই ছবি দেখেছিল গোটা ভারতবাসী। এমনকি তাঁদেরকে 'দেশদ্রোহী' আখ্যাও দেওয়া হয়েছিল। দেশের হয়ে জেতা সমস্ত পদকও ফিরিয়ে দিতে গিয়েছিলেন ভীনেশ-বজরংরা।
ভারতের হয়ে ভীনেশের পদক নিশ্চিত করার খবর দেখে বজরং পুনিয়া এক্স মাধ্যমে লেখেন, "ইতিহাস সৃষ্টি করেছেন ভীনেশ। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর যিনি মহিলাদের কুস্তিতে অলিম্পিক্স ফাইনালে পৌঁছেছেন। সমস্ত ভারতীয়দের চোখে জল এনে দিয়েছেন"।
তিনি আরও বলেন, "ভীনেশরা দেশের কন্যা, যাঁরা সবসময় দেশকে সম্মানিত করেছেন। এই কন্যাকেই দেশে লাথি মারা হয়েছিল। রাস্তাতে টেনে নিয়ে যাওয়া হয়েছে।যাঁরা সব সময় এই কন্যাদের পথে কাঁটা বিছিয়েছেন আশা করি এবার তাঁরা শিক্ষা নেবেন এবং ভবিষ্যতে এই কন্যাদের পথে কাঁটা বিছানো থেকে বিরত থাকবেন"।
প্রসঙ্গত, মঙ্গলবার কুস্তির প্রি-কোয়ার্টার ফাইনালে জাপানি প্রতিপক্ষকে হারিয়ে নজির গড়েছিলেন ভীনেশ। জাপানের ইউই সুসাকি টানা ৮২টি আন্তর্জাতিক ম্যাচ অপরাজিত ছিলেন। কিন্তু সেই ম্যাচের মধ্যে কোনওটিতেই ভীনেশের মুখোমুখি হননি। গতকাল সেই ভীনেশই ৩-২ ব্যবধানে হারান গত অলিম্পিক্সের সোনাজয়ী কুস্তিগীরকে।
প্রি-কোয়ার্টার ফাইনালের পর কোয়ার্টার ফাইনালেও নজরকাড়া পারফর্ম করেন ভারতীয় কুস্তিগীর। কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের ওকসানার বিরুদ্ধে ৭-৫ ব্যবধানে ম্যাচ জিতে নেন ভীনেশ। সেমিফাইনালে কিউবার প্রতিপক্ষকে ৫-০ ব্যবধানে হারিয়ে পদক নিশ্চিত করেছেন ভীনেশ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন