Paris Olympics 24: লক্ষ্যভেদে ব্যর্থ অর্জুন, আশা জাগিয়েও ১০ মিটার এয়ার পিস্তলে স্বপ্নভঙ্গ সরবজোতের

People's Reporter: সমস্ত রাউন্ড শেষে সরবজোৎ সিং সংগ্রহ করেন ৫৭৭ পয়েন্ট। এই ইভেন্টে প্রথম ৮ জন যোগ্যতা অর্জন করতে পারে চূড়ান্ত পর্যায়ের জন্য।
সরবজোৎ সিং (বামদিক) এবং অর্জুন সিং চীমা (ডানদিক)
সরবজোৎ সিং (বামদিক) এবং অর্জুন সিং চীমা (ডানদিক)ছবি - সংগৃহীত
Published on

প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেলের (মিক্সড) পর পুরুষদের সিঙ্গেল ১০ মিটার এয়ার পিস্তলেও ব্যর্থ হল ভারত। নবম স্থানে শেষ করলেন সরবজোৎ সিং এবং ১৮ নম্বরে শেষ করলেন অর্জুন সিং চীমা।

১০ মিটার এয়ার পিস্তল পুরুষ ইভেন্টে অংশ নিয়েছিলেন ভারতের সরবজোৎ সিং এবং অর্জুন সিং চীমা। সমস্ত রাউন্ড শেষে সরবজোৎ সিং সংগ্রহ করেন ৫৭৭ পয়েন্ট। এই ইভেন্টে প্রথম ৮ জন যোগ্যতা অর্জন করতে পারে চূড়ান্ত পর্যায়ের জন্য। জার্মানির ওয়াল্টারের সাথে একই পয়েন্টে শেষ করেন সরবজোত। কিন্তু একম কেন্দ্রবিন্দু (X) -তে বেশি মারার জন্য যোগ্যতা অর্জন করেন ওয়াল্টার। চতুর্থ সিরিজে ১০০ পয়েন্ট সংগ্রহ করেছিলেন ভারতীয় শ্যুটার।

যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়ে সরবজোৎ সিং বলেন, "সত্যিই খুব খারাপ লাগছে। অনেক কিছুই ঠিক ঠাক হয়নি। আমার পদ্ধতিতে কিছু ত্রুটি রয়েছে। সেগুলো ভারতের ফিরে ঠিক করতে হবে। এটা আমার প্রথম অলিম্পিক। তাই অভিজ্ঞতা ভালো হল। কিন্তু জিততে পারলে বেশি খুশি হতাম। এখন মিক্সড ইভেন্ট রয়েছে বাকি। সেটার দিকেই মনোযোগ দেব"।

অন্যদিকে, প্রথম থেকে ভালো শুরু করেছিলেন শ্যুটার অর্জুন। কিন্তু প্রতিযোগিতা শেষে ১৮ নম্বরে শেষ করেন অর্জুন। তিনি মোট ৫৭৪ পয়েন্ট সংগ্রহ করেন।

মহিলাদের এয়ার পিস্তল ইভেন্টে অংশ নিয়েছেন ভারতের আর সাঙ্গওয়ান এবং এম ভাকের। মহিলারা বাজিমাত করতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।

সরবজোৎ সিং (বামদিক) এবং অর্জুন সিং চীমা (ডানদিক)
Paris Olympics 24: চলতি অলিম্পিকের সর্বকনিষ্ঠ ও সর্বাধিক বয়স্ক অলিম্পিয়ান কারা জানেন?
সরবজোৎ সিং (বামদিক) এবং অর্জুন সিং চীমা (ডানদিক)
Paris Olympics 24: ফ্রান্সের ঐতিহ্যের কথা বলে 'দ্য ফ্রাইজ'! জানুন এই অলিম্পিকের ম্যাসকট সম্পর্কে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in