Paris Olympics 24: ৪৪ বছর পর সোনা জয়ের সুযোগ! জার্মানিকে হারিয়ে ফাইনালে উঠতে মরিয়া ভারতীয় হকি দল

People's Reporter: ভারতীয় সময় রাত ১০.৩০ টার সময় জার্মানির বিরুদ্ধে খেলবে হরমনপ্রীতরা। পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত প্রতিযোগিতামূলক ম্যাচের বিচারে মোট ৩৫ বার মুখোমুখি হয়েছে দুই দল।
ভারতীয় হকি দল
ভারতীয় হকি দলছবি - সংগৃহীত
Published on

মঙ্গলবার প্যারিস অলিম্পিকে হকির সেমিফাইনালে নামছে ভারতীয় হকি দল। প্রতিপক্ষ জার্মানি। ডিফেন্ডার অমিত রুইদাসকে ছাড়াই ফাইনালে উঠতে মরিয়া ভারত।

ভারতীয় সময় রাত ১০.৩০ টার সময় জার্মানির বিরুদ্ধে খেলবেন হরমনপ্রীতরা। পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত প্রতিযোগিতামূলক ম্যাচের বিচারে মোট ৩৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ভারত জিতেছে ১২টি ম্যাচ এবং জার্মানি জিতেছে ১৬টি ম্যাচ। বাকি ৭টি ম্যাচ ড্র হয়েছে।

অন্যদিকে, অলিম্পিক্সে মোট ৮ বার জার্মানি এবং ভারত মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত ৩ বার জিতেছে। জার্মানিও জিতেছে ৩ বার। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

১৯৩৬ সালের অলিম্পিকে প্রথম মুখোমুখি হয় ভারত এবং জার্মানি। সেই ম্যাচে জার্মানিকে ৮-১ ব্যবধানে হারিয়েছিল ভারত। ১৯৫৬ অলিম্পিকে জার্মানি ১-০ গোলে হারে ভারতের কাছে। ১৯৬৪ অলিম্পিকে ১-১ গোলে ম্যাচ ড্র হয়। ১৯৯২ অলিম্পিকে ভারতকে ৩-০ গোলে হারায় জার্মানি। ১৯৯৬ অলিম্পিকে ১-১ গোলে ড্র হয় ভারত এবং জার্মানির ম্যাচ। ২০১২ লন্ডন অলিম্পিকে ৫-২ গোলে জার্মানির কাছে হারতে হয়েছিল ভারতকে। ২০১৬-র রিও অলিম্পিকে জার্মানি ২-১ গোলে জিতেছিল। ২০২০ টোকিও অলিম্পিকে জার্মানিকে ৫-৪ গোলে হারিয়েছিল ভারতীয় হকি দল। সেই ম্যাচটি ছিল ব্রোঞ্জ পদকের।

অন্যদিকে কোয়ার্টার ফাইনালে লাল কার্ড দেখায় সেমিফাইনালে খেলতে পারবেন না অমিত রুইদাস। ফলে কিছুটা হলেও সমস্যায় রয়েছে ভারত। ১৯৮০ সালের পর ফের সোনা জয়ের দৌড়ে ভারত। আজকের ম্যাচ জিততে পারলে আরও একধাপ এগোবে ভারত।

ভারতীয় হকি দল
Paris Olympics 24: 'লক্ষ্যভ্রষ্ট' লক্ষ্য সেন, এগিয়ে গিয়েও ব্রোঞ্জ জয় অধরা ভারতীয় শাটলারের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in