মহিলাদের টেবিল টেনিসের দলগত বিভাগে কোয়ার্টার ফাইনালে ভারত। রোমানিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়ে পদক জয়ের আশা জাগিয়ে রেখেছেন মনিকা বাত্রারা।
সোমবার মহিলাদের টেবিল টেনিসের দলগত বিভাগে ভারতের হয়ে অংশ নিয়েছিলেন মনিকা বাত্রা, সৃজা আকুলা এবং অর্চনা গিরিশ কামাথ। প্রথম রাউন্ডে ডবলসে রোমানিয়ার এডিনা-এলিজাবেতা জুটিকে ৩-০ ব্যবধানে পরাজিত করেন সৃজা-অর্চনা জুটি।
দ্বিতীয় রাউন্ডে রোমানিয়ার বার্নাডেটির বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করেন মনিকা বাত্রা। রোমানিয়ান প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে হারাতেই ২-০ ব্যবধানে লিড নেয় ভারত।
তৃতীয় রাউন্ড থেকে খেলায় কামব্যাক করে রোমানিয়া। সৃজা আকুলাকে ৩-২ ব্যবধানে হারিয়ে দেন রোমানিয়ার এলিজাবেতা সামারা। চতুর্থ রাউন্ডে অর্চনা কামাথকে ৩-১ ব্যবধানে হারিয়ে রোমানিয়ার হয়ে খেলায় সমতা ফেরান বার্নাডেটি।
পঞ্চম রাউন্ডে ভারতের জয় নির্ভর করছিল মনিকা বাত্রার হাতে। পঞ্চম রাউন্ডে রোমানিয়ান প্রতিপক্ষকে প্রথম সেটে ১১-৫ পয়েন্টে উড়িয়ে দেন মনিকা। দ্বিতীয় এবং তৃতীয় সেটে খেলায় ফেরার চেষ্টা করলেও ১১-৯ এবং ১১-৯ ব্যবধানে মনিকার কাছে পরাজিত হন এডিনা। ফলে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে শেষ ৮-এ উঠলো ভারতের মেয়েরা।
উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালে ভারত মুখোমুখি হবে আমেরিকা বনাম জার্মানি ম্যাচের বিজয়ীর সাথে। আগামীকাল দুপুর ১.৩০টার সময় জার্মানির মুখোমুখি হবে আমেরিকা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন