প্যারিস অলিম্পিকের পঞ্চম দিনে ব্যাডমন্টনে জোড়া সাফল্য ভারতের। প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেন পি ভি সিন্ধু এবং লক্ষ্য সেন।
প্রথমে প্রি কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করেন সিন্ধু। মহিলাদের সিঙ্গেলস ব্যাডমিন্টনের শেষ ১৬-তে উঠলেন দু'বার অলিম্পিক্স পদকজয়ী ভারতীয় শাটলার পি ভি সিন্ধু। ক্রিস্টন কুবাকে ২১-০৫ এবং ২১-১০ ব্যবধানে হারিয়েছেন সিন্ধু। প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি ভারতীয় শাটলার।
অন্যদিকে বিশ্ব র্যাঙ্কিং-এ ৪ নম্বরে থাকা ইন্দোনেশিয়ার জনাথন ক্রিস্টিকে ২১-১৮ এবং ২১-১২ ব্যবধানে হারিয়ে পুরুষদের ব্যাডমিন্টনের সিঙ্গেলসের শেষ ১৬-তে যোগ্যতা অর্জন করলেন লক্ষ্য সেন। একটা সময় ইন্দোনেশিয়ান প্রতিপক্ষের কাছে ৮-২ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন ভারতীয় শাটলার। কিন্তু পর পর পয়েন্ট নিয়ে দুরন্ত কামব্যাক করেন লক্ষ্য।
এছাড়া ৫০ মিটার এয়ার রাইফেলের (৩ পজিশন) ফাইনাল রাউন্ডে উঠলেন ভারতীয় শ্যুটার স্বপনীল কুসালে। ৫৯০ পয়েন্ট করে সপ্তম স্থানে শেষ করেন তিনি। এই রাউন্ড থেকে প্রথম ৮ জনকে বাছাই করা হয় ফাইনালের জন্য। তবে ৫৮৯ পয়েন্ট পেয়ে ১১তম স্থানে শেষে করেছেন ঐশ্বরী প্রতাপ সিং তোমার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন