প্যারিস অলিম্পিক্স-এর দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে প্রথম পদক। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পদক জয় করে ইতিহাস তৈরি করলেন ভারতের মনু ভাকের। তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি শ্যুটিং-এ অলিম্পিক্স পদক জয় করলেন।
মনু ভাকেরের পদ জয়ের বিষয়ে প্রথম থেকে প্রত্যাশা ছিল ভারতের। সেই প্রত্যাশা পূরণ করে অল্পের জন্য রূপো হাতছাড়া করে ব্রোঞ্জ পদক জয় করলেন ভারতের হরিয়ানার মনু ভাকের।
এদিন মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মনুর মোট স্কোর ২২১.৭। এই বিভাগে ২৪৩.২ স্কোর করে অলিম্পিক্স রেকর্ড সহ সোনা জয় করেন দক্ষিণ কোরিয়ার ও ইয়ে জিন। রূপো পেয়েছেন দক্ষিণ কোরিয়ারই কিম ইয়েজি। তাঁর স্কোর ২৪১.৩।
অন্যদিকে এদিনই পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে চূড়ান্ত পর্বে পৌঁছেছেন ভারতের শ্যুটার অর্জুন বাবুটা। তিনি ৬৩০.১ স্কোর করে সপ্তম হয়ে ফাইনালে গেছেন।
এবারের অলিম্পিক্সে মনু ভাকেরই হলেন প্রথম ভারতীয় পদক বিজেতা। অতীতের পাঁচটি অলিম্পিক্সে ভারতের হয়ে প্রথম পদক জিতেছিলেন যথাক্রমে অভিনব বিন্দ্রা (বেজিং – ২০০৮), গগন নারং (২০১২ – লন্ডন), সাক্ষী মালিক (রিও – ২০১৬), মীরাবাই চানু (টোকিও – ২০২০)।
এর আগে শ্যুটিং-এ ভারতের হয়ে অলিম্পিক্সে পদক জিতেছেন রাজ্য বর্ধন রাঠোর (২০০৪ – এথেন্স), অভিনব বিন্দ্রা (২০০৮ – বেজিং), বিজয় কুমার (২০১২ – লন্ডন), গগন নারং (২০১২ – লন্ডন)।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন