ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে হেরে পুরুষদের ব্যাডমিন্টনে সোনার পদক জয়ের আশা শেষ হয়েছে লক্ষ্য সেনের। সোমবার ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে নামবেন তিনি। ফ্রান্সের মাটিতে ইতিহাস তৈরি করতে মরিয়া ভারতের তরুণ শাটলার।
পুরুষদের সিঙ্গেলস ব্যাডমিন্টনের সেমিফাইনালে বিশ্ব র্যাঙ্কিং-এ দ্বিতীয় স্থানে থাকা ভিক্টরের কাছে ২২-২০ এবং ২১-১৪ ব্যবধানে পরাজিত হন লক্ষ্য। ফাইনালে উঠতে পারলে সোনা না জিতলেও রুপোর পদক পাকা ছিল। কিন্তু তা হয়নি। এবার লক্ষ্যের নজর ব্রোঞ্জ পদকে। আজ ভারতীয় সময় সন্ধ্যা ৬টায় মালয়েশিয়ার লি ঝি জিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন লক্ষ্য সেন।
বর্তমানে বিশ্ব র্যাঙ্কিং-এ সপ্তম স্থানে আছেন লি ঝি জিয়া। ভারতীয় শাটলার রয়েছেন ১৪ নম্বরে। ফলে লড়াইটা যে কঠিন হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। পরিসংখ্যান বলছে মালয়েশিয়ান প্রতিপক্ষের সাথে মোট ৪ বার মুখোমুখি হয়েছেন লক্ষ্য সেন। যার মধ্যে ৩ বার জিতেছেন ভারতীয় শাটলার এবং ১ বার জয়ী হয়েছেন লি ঝি জিয়া।
প্রসঙ্গত, সেমিফাইনালে হারার পর লক্ষ্য সেন জানান, দুটো সেটেই এগিয়ে গিয়েছিলাম। কিন্তু জিততে পারলাম না। এই ম্যাচ নিয়ে আর ভাবতে চাই না। এবার লক্ষ্য ব্রোঞ্জ পদক জয়। নিজের সবটুকু দিয়ে দেব পদক জয়ের জন্য।
অন্যদিকে সেমিফাইনালে জিতলেও লক্ষ্যের খেলা দেখে আপ্লুত ভিক্টর অ্যাক্সেলসেন। তিনি জানান, অসাধারণ প্রতিভা রয়েছে লক্ষ্য সেনের মধ্যে। ওর শট নির্বাচন অত্যন্ত ভালো। ও হয়তো বেশি চিন্তিত হয়ে পড়েছিল সেই কারণেই ম্যাচটা হেরেছে। পদক জয়ের অন্যতম দাবিদার তিনি। আগামী অলিম্পিকে লক্ষ্যই হয়তো অন্যতম ফেভারিট শাটলারে পরিণত হবেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন