Paris Olympics 24: জেতা ম্যাচ বাতিল! অলিম্পিক্সের শুরুতেই ধাক্কা লক্ষ্য সেনের

People's Reporter: অন্যদিকে ব্যাডমিন্টনে ডাবলসে দ্বিতীয় ম্যাচ খেলার সুযোগ পেল না ভারতের সাত্ত্বিক-চিরাগ জুটি। চোটের কারণে প্রতিপক্ষ জার্মান জুটি নাম তুলে নেওয়ায় সেই ম্যাচ বাতিল হয়ে গিয়েছে।
লক্ষ্য সেন
লক্ষ্য সেনছবি - সংগৃহীত
Published on

জয় দিয়ে অলিম্পিক অভিযান শুরু করেছিলেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন। গুয়াতেমালার কেভিন কর্ডনকে ২১-৮ এবং ২২-২০ ব্যবধানে হারিয়েছিলেন লক্ষ্য। কিন্তু সেই জয় বাতিল ঘোষণা করা হয়েছে।

অলিম্পিকের ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গেলসে গ্রুপ এল-এ নিজের প্রথম ম্যাচ দাপটের সাথেই জিতেছিলেন লক্ষ্য। প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি প্রথম সেটে। ২১-৮ ব্যবধানে জেতেন প্রথম সেট। দ্বিতীয় সেটে ১৬-২০ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন ভারতীয় শাটলার। কিন্তু দুরন্ত কামব্যাক করে ২২-২০ ব্যবধানে দ্বিতীয় সেটও জেতেন লক্ষ্য। কিন্তু এই জয় অলিম্পিক্সে গৃহীত হবে না।

অলিম্পিক্স কমিটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় গুয়াতেমালার শাটলার কেভিন কর্ডন হাঁটুতে চোটের কারণে টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। BWF (Badminton World Federation)-র গ্রুপ পর্বের সাধারণ খেলার নিয়মানুযায়ী লক্ষ্য সেন এবং কর্ডনের ম্যাচটি 'বাতিল' করা হয়েছে।

ম্যাচ বাতিলের কারণে লক্ষ্যের জয়ও বাতিল হয়ে যায়। গ্রুপ পর্বে থাকা সকল ব্যাডমিন্টন প্লেয়ারকেই ৩টি করে ম্যাচ খেলতে হতো। কর্ডনের নাম প্রত্যাহারের কারণে ইন্দোনেশিয়ার জনাথান ক্রিস্টাই এবং বেলজিয়ামের জুলিয়েন কারাগিকে খেলতে হবে দুটি করে ম্যাচ। এই গ্রুপে লক্ষ্যই একমাত্র শাটলার যাঁকে ৩টি ম্যাচ খেলে পরের রাউন্ডে যোগ্যতা অর্জন করতে হবে। যা ভারতীয় শাটলারের কাছে কিছুটা হলেও অস্বস্তিকর।

সোমবার অর্থাৎ আজ বিকেল ৫.৩০টায় বেলজিয়ামের জুলিয়েনের বিপক্ষে খেলবেন লক্ষ্য। জয় ছাড়া কোনও কিছুই ভাবছেন না তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবেন ইন্দোনেশিয়ার শাটলারের বিরুদ্ধে। এই ম্যাচটি হবে আগামী ৩১ জুলাই দুপুর ১.৪০টায়।

অন্যদিকে ব্যাডমিন্টনে ডাবলসে দ্বিতীয় ম্যাচ খেলার সুযোগ পেল না ভারতের সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। তাঁদের খেলা ছিল জার্মানির মার্ক ল্যামসফুস ও মার্ভিন সেইডেলের বিরুদ্ধে। কিন্তু চোটের কারণে জার্মান জুটি নাম তুলে নেওয়ায় সেই ম্যাচ বাতিল হয়ে গিয়েছে।

লক্ষ্য সেন
Paris Olympics 24: টেনিসে স্বপ্নভঙ্গ ভারতের! সুমিত নাগালের পর পরাজিত বোপান্না-বালাজি জুটি
লক্ষ্য সেন
Paris Olympics 24: প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক - ইতিহাস তৈরি করে ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in