Paris Olympics 24: ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জের লড়াইয়ে মানু-সরবজোৎ, এয়ার রাইফেলে ব্যর্থ রামিতা

People's Reporter: ১০ মিটার এয়ার রাইফেলে আশা জাগিয়েও পদক জয়ে ব্যর্থ হলেন রামিতা জিন্দাল। ১৪৫.৩ পয়েন্ট সংগ্রহ করে সপ্তম স্থানে শেষ করেছেন তিনি।
রামিতা জিন্দাল, মানু ভাকের এবং সরবজোৎ সিং (বামদিক থেকে)
রামিতা জিন্দাল, মানু ভাকের এবং সরবজোৎ সিং (বামদিক থেকে)ছবি - সংগৃহীত
Published on

১০ মিটার মহিলাদের এয়ার রাইফেলের ফাইনালে সপ্তম স্থানে শেষ করলেন ভারতীয় শ্যুটার রামিতা জিন্দাল। এই বিভাগে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার বান হিয়োজিন।

অলিম্পিকে ফের ধাক্কা ভারতের। ১০ মিটার এয়ার রাইফেলে আশা জাগিয়েও পদক জয়ে ব্যর্থ হলেন রামিতা জিন্দাল। ১৪৫.৩ পয়েন্ট সংগ্রহ করে সপ্তম স্থানে শেষ করেছেন তিনি। এই বিভাগে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার বান হিয়োজিন। তাঁর পয়েন্ট ২৫১.৮। চীনের হুয়াং ইউটিং-র পয়েন্টও ২৫১.৮। তিনি রুপো জিতেছেন। দু'জনেই অলিম্পিক রেকর্ড গড়েছেন। তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ জেতেন সুইজারল্যান্ডের আদ্রে গগনিয়াত। তাঁর পয়েন্ট ২৩০.৩।

চতুর্থ স্থানে শেষ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাগেন মাড্ডালেনা। তাঁর পয়েন্ট ২০৭.৭। পঞ্চম স্থানে শেষ করেন ফ্রান্সের ওশিয়ানে মুলার। তিনি সংগ্রহ করেন ১৮৭.১ পয়েন্ট। ১৬৫.৪ পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠ স্থানে শেষ করেন আলেকজান্দ্রা লে। সপ্তম স্থানে ভারত এবং অষ্টম স্থানে শেষ করেন জিনেট হেগ। তাঁর পয়েন্ট ১২৪.১।

অন্যদিকে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পদকের জন্য যোগ্যতা অর্জন করেছেন মানু ভাকের এবং সরবজোৎ সিং। এইউ ইভেন্টের মহিলাদের সিঙ্গেলে আগেই ব্রোঞ্জ জিতেছেন মানু ভাকের। এবার তাঁর সামনে দলগত বিভাগে (মিক্সড) ব্রোঞ্জ জেতার সুযোগ এসেছে।

প্রথম রাউন্ডে মানু (৯৮) এবং সরবজোতের (৯৫) স্কোর হয় ১৯৩। দ্বিতীয় রাউন্ডে ভারতীয় দল স্কোর করে ১৯৫ (মানু - ৯৮, সরবজোত - ৯৭), তৃতীয় রাউন্ডে মানু ভাকেরের ৯৫ এবং সরবজোতের ৯৭ পয়েন্টের উপর ভর করে ভারতীয় দলে করে ১৯২ স্কোর। মোট ৫৮০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করে ভারত। ৫৭৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করে দক্ষিণ কোরিয়া।

এই ইভেন্টে প্রথম স্থানে শেষ করেছে তুরস্ক। তাদের পয়েন্ট ৫৮২। দ্বিতীয় স্থানে সার্বিয়া। তাদের পয়েন্ট ৫৮১। তুরস্ক এবং সার্বিয়া লড়বে সোনার পদকের জন্য।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in