পদক জয়ের হ্যাটট্রিক হল না মনু ভাকেরের। মহিলাদের ২৫ মিটার এয়ার পিস্তলের শ্যুটিং-এ চতুর্থ স্থানে শেষ করলেন মনু।
শনিবার স্বপ্নভঙ্গ হল মানু ভাকেরের। ২৫মিটার এয়ার পিস্তলে একটা সময় দ্বিতীয় স্থানে ছিলেন ভারতীয় শ্যুটার। কিন্ত তীরে এসে তরী ডুবল। ২৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করলেন তিনি। তৃতীয় পদক জয় হল না মনু ভাকেরের।
মনু ভাকেরের সাথে হাঙ্গেরির শ্যুটারের টাই হয়। দু'জনের পয়েন্টই ২৮ ছিল। টাই-ব্রেকারে দুটি শট বাইরে মারতেই ছিটকে যান ভারতীয় শ্যুটার।
মনু ভাকের জানান, 'ফাইনালে একটু বেশি চিন্তিত হয়ে পড়েছিলাম। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু আশা পূরণ করতে পারলাম না। তবে সকলকে অনেক ধন্যবাদ, যাঁরা আমাকে এত সমর্থন করেছেন'।
এই ইভেন্টে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার জে আই ইয়াং। রুপোর পদক জেতেন ফ্রান্সের ক্যামিল জেডরজেউস্কি। দক্ষিণ কোরিয়া এবং ফ্রান্সের মধ্যে ড্র হয়। দুই অ্যাথলিটই ৩৭ পয়েন্ট করে পায়। টাই-ব্রেকারে চারটি শট বাইরে মারেন ফ্রান্সের শ্যুটার। সেখানে মাত্র একটি শট বাইরে মারেন দক্ষিণ কোরিয়ার মহিলা শ্যুটার। ব্রোঞ্জ পদক জেতেন হাঙ্গেরির ভেরোনিকা মেজর (৩১)।
উল্লেখ্য, ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জের পর ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছিলেন মনু। ফলে ২৫ মিটার এয়ার পিস্তলেও তাঁর কাছ থেকে পদকের আশা করেছিলেন ভারতবাসী। কিন্তু লড়াই করেও হার মানতে হল ২২ বছরের মানু ভাকেরকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন