মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে ভারতের মানু ভাকের। টোকিও অলিম্পিক্সের স্মৃতি ভুলে পদক জয়ের স্বপ্ন দেখছেন ভারতীয় শ্যুটার। তবে এই একই ইভেন্টে ১৫ নম্বরে শেষ করে যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেন আর এক ভারতীয় রিদিম সাঙ্গওয়ান।
শনিবার শ্যুটিং বিভাগে হতাশ করেছেন ভারতীয় পুরুষরা। প্রথমে ১০ মিটার এয়ার রাইফেলে (মিক্সড) ব্যর্থ হন রামিতা-অর্জুন জুটি এবং এলাভেলিন- সন্দীপ জুটি। পরে ১০ মিটার এয়ার পিস্তলে ব্যর্থ হন ভারতের সরবজোৎ সিং এবং অর্জুন সিং চীমা। সকলেই তাকিয়ে ছিলেন মানু এবং রিদিমের দিকে।
ইভেন্টের শুরু থেকেই প্রথম চারের মধ্যে থাকছিলেন মানু ভাকের। তিনি ২৭টি শট কেন্দ্রবিন্দু (X)-তে রাখেন। তিনি মোট ৫৮০ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে শেষ করেন। এই ইভেন্টে ৫৮২ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছেন হাঙ্গেরির ভেরোনিকা মেজর। দ্বিতীয় স্থানে দক্ষিণ কোরিয়ার ওহ ইয়ে জিন। তিনিও ৫৮২ পয়েন্ট নেন। প্রথম ৮ জন ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করেছে। ৫৭৩ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে শেষ করেন ভারতের রিদিম সাঙ্গওয়ান।
প্রসঙ্গত, ২০২০ টোকিও অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে ব্যর্থ হয়ে অনেক সমালোচনার শিকার হয়েছিলেন ১৯ বছরের মানু ভাকের। টোকিও অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তলের প্রথম রাউন্ডে ১০০-র মধ্যে ৯৮ পয়েন্ট সংগ্রহ করেছিলেন মানু। দ্বিতীয় রাউন্ডে তাঁর পিস্তলে সমস্যা দেখা দেয়। কর্তৃপক্ষ জানায়, শুধুমাত্র যে লিভারটি খারাপ সেটি বদল করা যাবে। পুরো পিস্তল বদলানো যাবে না। তারপর সেই প্রতিযোগিতা শেষ করে ১২ নম্বর স্থানে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন