Paris Olympics 24: নোয়ার গতিতে হার জামাইকার! তবে অক্ষত বোল্টের রেকর্ড

People's Reporter: নোয়া সোনার পদক জিতলেও ভাঙতে পারেননি উইসেন বোল্টের রেকর্ড। ২০০৯ সালে ৯.৫৮ সেকেন্ডে ১০০মিটার দৌড় শেষ করেছিলেন বোল্ট। এটিই এখনও পর্যন্ত বিশ্বরেকর্ড।
নোয়া লাইলস
নোয়া লাইলসছবি - নোয়া লাইলসের ফেসবুক
Published on

প্যারিস অলিম্পিকের পুরুষদের ১০০ মিটার দৌড়ে কার্যত জামাইকান ‘রাজত্ব’ শেষ করলেন আমেরিকার নোয়া লাইলস। তবে অক্ষত থাকল উইসেন বোল্টের রেকর্ড। বর্তমানে নোয়াই হলেন পৃথিবীর সবথেকে দ্রুততম অ্যাথলিট।

রবিবার প্যারিস অলিম্পিক্সে ১০০ মিটার দৌড়ের ফাইনাল প্রতিযোগিতা ছিল। চূড়ান্ত ৮ জনের মধ্যে লড়াই হয়। ৩ জন মার্কিন যুক্তরাষ্ট্রের (নোয়া লাইলস, ফ্রেড কার্লি এবং কেনি বেডনারেক), ২ জন জামাইকার (কিশেন থম্পসন এবং অবলিক সেভিয়ে), দক্ষিণ আফ্রিকার আকানি সিম্বাইন, বোতসওয়ানার লেতসিলে তেবোগো এবং ইতালির মার্সেল জেকবস ফাইনালে সুযোগ পেয়েছিলেন।

আমেরিকা নোয়া এবং জামাইকার কিশেন থম্পসন - দু’জনেই প্রতিযোগিতা শেষ করেন ৯.৭৯ সেকেন্ডে। তৃতীয় স্থানে শেষ করেন আমেরিকার ফ্রেড কার্লি (৯.৮১)। প্রথম স্থানাধিকারীর জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। প্রযুক্তির ব্যবহার করে জানা যায় থম্পসনের থেকে একটু আগে শেষ করেন নোয়া। সোনার পদক জিতেই নোয়া জানান, ‘প্রতিযোগিতায় নামার আগেই জানিয়েছিলাম সোনা জিতবোই। সেটাই করে দেখিয়েছি। ১০০ মিটার দৌড়ে জামাইকার রাজত্ব শেষ করতে পেরেছি। লড়াইটা অসাধারণ হয়েছে। সাধারণত মানুষ এই ধরণের প্রতিযোগিতাই দেখতে চান’।

২০০৮ অলিম্পিক্স থেকে ১০০ মিটার দৌড়ে সোনা জিতে আসছে জামাইকা। ২০২০ টোকিও অলিম্পিক্সে সোনা জেতেন ইতালির মার্সেল জেকবস। আর ২০২৪ অলিম্পিক্সে সোনা জিতলেন আমেরিকার নোয়া।

তবে এই ইভেন্টে অলিম্পিক্স রেকর্ড এবং বিশ্ব রেকর্ডও জামাইকার দখলে। নোয়া সোনার পদক জিতলেও ভাঙতে পারেননি উইসেন বোল্টের রেকর্ড। ২০০৯ সালে ৯.৫৮ সেকেন্ডে ১০০মিটার দৌড় শেষ করেছিলেন বোল্ট। এটিই এখনও পর্যন্ত বিশ্বরেকর্ড। ২০১২ লন্ডন অলিম্পিক্সে ৯.৬৩ সেকেন্ডে দৌড় শেষ করে অলিম্পিক্স রেকর্ড করেন তিনি।

নোয়া লাইলস
Manu Bhaker: ২ দিনের মধ্যে ভাঙা হবে বাড়ি! সরকারি নোটিশ পেয়েই অলিম্পিক ছেড়ে দেশে ফিরলেন মনুদের কোচ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in