টোকিও অলিম্পিক্সের পর সমস্ত ভারতীয় আশা করেছিল ফের সোনা পাবেন নীরজ চোপড়া। সকল ভারতীয়র নজর ছিল তাঁর থ্রোয়ের দিকে। কিন্তু রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল নীরজকে। পাকিস্তানের আর্শাদ নাদিমের কাছে পরাজিত হন নীরজ। কিন্তু নীরজের মা সরোজ দেবী জানান আর্শাদও তাঁর সন্তান। কোনও ভেদাভেদ নয়, তাঁর দুই সন্তানই পদক জিতেছেন।
ক্রিকেট ম্যাচের মতোই টান টান উত্তেজনা ছিল নীরজ বনাম আর্শাদের লড়াইয়ে। একজন ভারতীয় অন্যজন পাকিস্তানের। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। আর্শাদ এবং নীরজের প্রথম দুটি থ্রো বাতিল হয়। তারপরের থ্রোতেই পদক নিশ্চিত করেন দু'জন। নাদিম থ্রো করেন ৯২.৯৭ (অলিম্পিক রেকর্ড) মিটার এবং নীরজ থ্রো করেন ৮৯.৪৫ মিটার। তৃতীয় স্থানে থাকেন গ্রানাডার অ্যান্ডারসন পিটারস। তিনি থ্রো করেন ৮৮.৫৪ মিটার।
অনেকেই পাকিস্তানী প্রতিদ্বন্দ্বির কাছে নীরজের হেরে যাওয়টা মেনে নিতে পারেননি। কিন্তু টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজের মা সরোজ দেবী এবং পিতা ছেলের পদক জয়ে যথেষ্ট খুশি। নীরজের মা জানান, "ছেলে খুব ভালো খেলেছে। ও রুপো জেতায় আমরা খুব খুশী। আমাদের কাছে রুপোটাও সোনা জয়ের সমান। সোনা জয়ী আর্শাদ নাদিমও আমার সন্তান"।
নীরজের বাবা জানান, "আমরা খুব খুশী ছেলে পদক জিতেছে। ওর দিন ছিল না সোনা জেতার। তাই জিততে পারেনি। এটা হতেই পারে"।
অন্যদিকে রুপো জয়ের পর নীরজ জানান, অনেক পরিশ্রম করেছি। এটা ঠিক যে সোনা জিততে পারিনি। আমাদের সমস্ত অ্যাথলিটরা নিজেদের ১০০ শতাংশ দিয়ে চেষ্টা করছে জেতার। কিন্তু সবসময় যে পদক জিতবো তা হয় না। আমারও চোট ছিল। চোট একদম ঠিক করতে হবে। নিজের থ্রো আরও কীভাবে ভালো করা যায় সেদিকে নজর দিতে হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন