Paris Olympics 24: ভীনেশকে বাতিল নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে, ষড়যন্ত্রের অভিযোগ 'ইন্ডিয়া' মঞ্চের

People's Reporter: মঙ্গলবারই তিন রাউন্ড খেলে ফাইনালে উঠেছিলেন ভীনেশ ফোগাট। এরপর রাতারাতি নাকি তাঁর ওজন নাকি ১ কেজি বেড়ে যায়। সেই ওজন কমাতে সারারাত পরিশ্রম করেন। ৯০০ গ্রাম কমাতে পারলেও বাকি পারেননি।
ভীনেশ ফোগাট
ভীনেশ ফোগাট
Published on

প্যারিস অলিম্পিক্সে কুস্তির ফাইনালে (৫০ কেজি বিভাগে) উঠেও পদক জয় হল না ভীনেশের। শেষমুহূর্তে ওজনে ১০০ গ্রাম বেশি হওয়ার কারণে তাঁকে ফাইনাল থেকে বাতিল ঘোষণা করা হয়েছে। ভীনেশের বাতিল হওয়া নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন 'ইন্ডিয়া' মঞ্চের নেতারা।

ইন্ডিয়া মঞ্চের নেতাদের অভিযোগ, এই ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে। সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব লেখেন, "ভীনেশ ফোগাটের ফাইনালে না খেলতে পাওয়ার কারণ নিয়ে গভীর তদন্ত হওয়া উচিত। এর পিছনে আসল সত্য কী তা সকলের জানা উচিত"।

তৃণমূল নেতা কুণাল ঘোষ লেখেন, "ভীনেশ ফোগাত এমনিতেই বাতিল হল, নাকি ও পদক জিতলে মোদি কোম্পানির মুখ পুড়ত, তাই সর্বোচ্চস্তরে অন্তর্ঘাত হল? রহস্য থাকছে"।

কেরালা বিধানসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা ভি ডি সতীশন জানান, "বিজয়ী হওয়ার জন্য আপনাকে পদক পেতে হবে না। আপনি ইতিমধ্যেই লক্ষ লক্ষ ভারতীয়দের সমর্থন এবং শুভেচ্ছা জিতে নিয়েছেন। আপনি খেলাধুলোয় এবং জীবনে সবসময়ই জয়ী হবেন।"

উল্লেখ্য, গত বছর কুস্তি ফেডারেশনের তৎকালীন সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে দিল্লির রাজপথে আন্দোলনের নেমেছিলেন ভীনেশ ফোগাট সহ মহিলা কুস্তীগিররা। লাগাতার আন্দোলন চলে। দিল্লির কর্তব্যপথ থেকে বলপূর্বক দিল্লি পুলিশ সকলকে তুলে দিয়েছিল। সেই ছবি দেখেছিল গোটা ভারতবাসী। এমনকি তাঁদেরকে 'দেশদ্রোহী' আখ্যাও দেওয়া হয়েছিল। 

অন্যদিকে ভীনেশকে সহানুভূতি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, "ভীনেশ তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন! তুমি ভারতের গর্ব এবং প্রতিটি ভারতীয়ের জন্য অনুপ্রেরণা। আজকের ঘটনা খুবই কষ্টকর। আরও শক্তিশালী হয়ে ফিরে এসো"।

প্রসঙ্গত, বুধবার ফাইনালে তিনি মুখোমুখি হতেন আমেরিকান প্রতিপক্ষের। কিন্তু জানা যাচ্ছে ওজন করতে গিয়ে ১০০ গ্রাম ওজন বেশি হয় ভীনেশের। তাই ডিসকোয়ালিফাই ঘোষণা করা হয়েছে তাঁকে। সাধারণত এই ধরণের প্রতিযোগিতায় প্রতিযোগীর ওজন নির্ধারিত বিভাগের থেকে ১০ গ্রাম বেশি হলেও বাতিল করে দেওয়া হয়। তাই অনেকেই ১-২ কেজি ওজন কম রাখেন। সূত্র মারফত জানা যাচ্ছে মঙ্গলবার রাতারাতি তাঁর ওজন নাকি ১ কেজি বেড়ে গিয়েছিল। সেই ওজন কমাতে নাকি সারারাত পরিশ্রম করেন ভীনেশ। ৯০০ গ্রাম কমাতে পারলেও বাকি পারেননি। বর্তমানে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ২টি অলিম্পিক্সে তিনি পদক জিততে পারেননি। ২০১৬ রিও অলিম্পিকে ৪৮ কেজি বিভাগে এবং ২০২০ টোকিও অলিম্পিক্সে ৫৩ কেজি বিভাগে অংশ নিয়েছিলেন ভীনেশ। চলতি অলিম্পিক্সে ৫০ কেজি বিভাগে অংশ নেন ভীনেশ। মঙ্গলবারই তিন রাউন্ড খেলে ফাইনালে উঠেছিলেন তিনি। সকলেই সোনার পদকের আশায় ছিলেন। কিন্তু তা বাস্তবে পরিণত হল না।

ভীনেশ ফোগাট
Paris Olympics 24: এঁদের পথে কাঁটা বিছানোকারীরা আশা করি শিক্ষা নেবেন - ভীনেশ ফাইনালে উঠতেই সরব বজরং

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in