ওজন কমাতে সারা রাত পরিশ্রম করেছিলেন ভীনেশ ফোগাট। সেই কারণেই আরও শরীর খারাপ হয়ে যায় তাঁর। বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি করতে হয় তারকা কুস্তিগীরকে। সমস্ত চেষ্টা করেও ভীনেশের ওজন কমানো সম্ভব হয়নি। হাসপাতালে ভীনেশের সাথে দেখা করলেন ভারতীয় অলিম্পিক্স সংস্থার সভাপতি পি টি ঊষা।
১০০ গ্রাম ওজন বেশি হওয়ার কারণে অলিম্পিক্সে কুস্তির ফাইনাল থেকে বাদ পড়েন ভীনেশ। মঙ্গলবার নাকি প্রায় ২ কেজি ওজন বেড়ে গিয়েছিল ভীনেশের। ভারতীয় দলের চিকিৎসক দিনশা পারদিওয়ালা জানান, কুস্তিগীরদের ওজন খুব দ্রুত বাড়ে আবার দ্রুত কমানো যায়। ভীনেশ ওজন কমানোর জন্য সারা রাত ধরে স্কিপিং, জগিং, সাইক্লিং করেছিলেন। শরীর থেকে রক্তও বের করা হয়েছিল। চুল কেটে ফেলেছিলেন। আগের তুলনায় ছোটো পোশাকও পরেছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। ১০০ গ্রাম ওজন বেশি থেকে যায়।
তিনি আরও জানান, সারা রাত না খাওয়ার ফলে ডি হাইড্রেশন হয়ে যায় ভীনেশের। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত আগের থেকে ভালো আছে ভীনেশ। কুস্তিগীরদের পুষ্টিযুক্ত খাবার খেতে হয়। গতকাল ৩টে ম্যাচ খেলার ফলে ভীনেশের শরীরে পুষ্টির প্রয়োজন ছিল। পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে গিয়েই ওর ওজন বৃদ্ধি পায়।
অন্যদিকে গেমস ভিলেজের হাসপাতালে ভীনেশকে দেখতে যান ভারতীয় অলিম্পিক্স সংস্থার সভাপতি পি টি ঊষা। একটি বিবৃতি জারি করে তিনি জানান, অলিম্পিক্স কুস্তির ফাইনাল থেকে ভীনেশকে বাদ দেওয়ার খবরে আমি অবাক হয়ে গেছি। ওর সাথে আমি দেখা করেছি এবং ভারত সরকার ও ভারতীয় অলিম্পিক্স সংস্থার তরফ থেকে যা যা সাহায্য করার সবই করবো। ওর পাশে আমরা আছি। ভারতের কুস্তি ফেডারেশন ইতিমধ্যেই ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং-র কাছে অভিযোগ দায়ের করেছে। অলিম্পিক্স কমিটির এই সিদ্ধান্তকে বিবেচনা করার আর্জি জানিয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন