প্যারিস অলিম্পিকে পদক জয়ের আশা শেষ সাত্বিক-চিরাগ জুটির। কোয়ার্টার ফাইনালে এগিয়ে গিয়েও মালয়েশিয়ার কাছে ১৩-২১, ২১-১৪ এবং ২১-১৬ ব্যবধানে হেরে শেষ চার থেকে বিদায় নিলেন ভারতীয় তারকা জুটি। অনেকেই ভেবেছিলেন এই জুটির হাত ধরে একটি পদক নিশ্চিত ভারতের।
পুরুষদের ব্যাডমিন্টন ডবলসের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং মালয়েশিয়া। প্রথম সেটে দাপটের সাথে খেলেন ভারতীয় জুটি। মালয়েশিয়ার জুটিকে কার্যত দাঁড়াতেই দেননি সাত্বিক-চিরাগ। প্রথম সেট জিতে নেন ২১-১৩ ব্যবধানে।
দ্বিতীয় সেটে দুরন্ত কামব্যাক করে মালয়েশিয়ান জুটি। একটার পর একটা পয়েন্ট নিতে থাকে মালয়েশিয়া। রীতিমতো চাপে পড়ে যায় ভারতীয় জুটি। দ্বিতীয় সেট ২১-১৪ ব্যবধানে জেতে মালয়েশিয়া।
তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি ম্যাচ শুরু হয়। একটা সময় মালয়েশিয়াকে টপকে গিয়েছিলেন সাত্বিক-চিরাগ। কিন্তু সেই ব্যবধান ধরে রাখতে পারেননি। কিছুটা নিজেদের ভুলে মালিয়েশিয়াকে পয়েন্ট দেয় ভারতীয় জুটি। যার সুবাদে ২১-১৬ ব্যবধানে তৃতীয় সেট জিতে সেমিফাইনাল নিশ্চিত করে মালয়েশিয়া।
পুরুষদের ডবলসের ফাইনালে পদক জয়ের আশা শেষ হলেও পুরুষ এবং মহিলা সিঙ্গেলসে এখনও পদক জয়ের সুযোগ রয়েছে। পুরুষদের সিঙ্গেলসে লক্ষ্য সেন অথবা এইচ এস প্রণয়য়ের মধ্যে যে কোনও একজন কোয়ার্টার ফাইনালে উঠবেন। পাশাপাশি মহিলাদের সিঙ্গেলসে পিভি সিন্ধুও প্রি-কোয়ার্টার ফাইনালে নামবেন আজ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন