প্যারিস অলিম্পিকে শেষ ১৬-র পর কোয়ার্টার ফাইনালেও জয়। মহিলাদের ৫০ কেজি বিভাগের কুস্তিতে ইউক্রেনের ওসাকান লিভাচকে ৭-৫ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠলেন ভীনেশ ফোগট।
৫০ কেজি বিভাগে বিশ্বের ১ নম্বর কুস্তিগীরক হারিয়ে মঙ্গলবার কুস্তিতে অভিযান শুরু করেছিলেন ভারতের ভীনেশ। কোয়ার্টার ফাইনালে ওকসানার বিরুদ্ধে প্রথমেই ২ পয়েন্ট অর্জন করেন ভীনেশ। ম্যাচ বেশ হাড্ডাহাড্ডি হয়। শেষ পর্যন্ত ৭-৫ ব্যবধানে ম্যাচ জিতে নেন ভারতের কুস্তিগীর।
প্রসঙ্গত, জাপানের ইউই সুসাকির বিরুদ্ধে লড়াই দিয়ে ভিনেশের লড়াই শুরু হয়েছিল আজ। গত অলিম্পিকে সোনার পদক জিতেছিলেন এই জাপানি কুস্তিগীর। এমনক ২০১৭, ২০১৮, ২০২২ এবং ২০২৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশীপেও সোনা জিতেছিলেন জাপানি কুস্তিগীর। ফলে ম্যাচ যথেষ্ট কঠিন ছিল ভীনেশের জন্য।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নের বিরুদ্ধে প্রথমে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন ভীনেশ। কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। ম্যাচের ৭ সেকেন্ড বাকি থাকতেই জাপানি প্রতিপক্ষের বিরুদ্ধে পয়েন্ট সংগ্রহ করেন ভীনেশ। ৩-২ পয়েন্টে ইউই সুসাকিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন তিনি। এরপর ইউক্রেনের ওসাকান লিভাচকে হারিয়ে সেমিফাইনালে যান ভিনেশ।
অন্যদিকে, পুরুষদের জ্যাভলিন থ্রোতে নিজের প্রথম থ্রোয়েই ফাইনালে উঠলেন 'গোল্ডেন বয়' নীরজ চোপড়া। প্রথম থ্রো করলেন ৮৯.৩৪ মিটার। একই ইভেন্টে অংশ নিয়েছিলেন ভারতের কিশোর জেনা। কিন্তু ৮০.৭৩ মিটার থ্রো করে যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেন এই অ্যাথলিট। যোগ্যতা অর্জনের জন্য দরকার ৮৫ মিটার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন