Paris Olympics 24: চলতি অলিম্পিকের সর্বকনিষ্ঠ ও সর্বাধিক বয়স্ক অলিম্পিয়ান কারা জানেন?

People's Reporter: চলতি অলিম্পিকে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হলেন চীনের ঝেং হাওহাও। মাত্র ১১ বছর বয়সে স্কেটবোর্ডিং বিভাগে অংশ নিয়েছেন তিনি।
সর্বকনিষ্ঠ খেলোয়াড় চীনের ঝেং হাওহাও
সর্বকনিষ্ঠ খেলোয়াড় চীনের ঝেং হাওহাওছবি - সংগৃহীত
Published on

বয়স শুধু সংখ্যা মাত্র, চলতি অলিম্পিক্সে তার প্রমাণ পাওয়া গেল। কারণ ১১ বছর বয়স থেকে শুরু করে ৬৫ বছর বয়স পর্যন্ত খেলোয়াড় ২০২৪ প্যারিস অলিম্পিক্সে অংশ নিয়েছেন।

চলতি অলিম্পিক্সে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হলেন চীনের ঝেং হাওহাও। মাত্র ১১ বছর বয়সে স্কেটবোর্ডিং বিভাগে অংশ নিয়েছেন তিনি। তারপরেই রয়েছেন ভরীরায়া সুকাসেম। স্কেটবোর্ডিং-এ অংশ নিচ্ছেন থাইল্যান্ডের বয়স ১২-র এই প্রতিযোগী। তৃতীয় সর্বকনিষ্ঠ হলেন ফিনল্যান্ডের হেইলি সারভিও। তাঁর বয়স ১৩ বছর। তাঁরও বিভাগ স্কেটবোর্ডিং।

চীনের ঝেং হাওহাও জানায়, '৭ বছর বয়স থেকে স্কেটবোর্ডিং শুরু করি। আমাকে একজন বলেছিলেন এই খেলাটি খুব মজাদার। সত্যিই আমার খুব মজা লাগে'।

প্যারিস অলিম্পিক্সের ওয়েবসাইট অনুসারে, সর্বকনিষ্ঠ অলিম্পিয়ানের রেকর্ড গ্রীক জিমন্যাস্ট ডিমিট্রিওস লাউন্ড্রাসের দখলে রয়েছে। তিনি ১৮৯৬ সালে ১০ বছর ২১৮ দিন বয়সে প্রথম আধুনিক গ্রীষ্মকালীন অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন।

কনিষ্ঠ প্রতিযোগী যেমন রয়েছে তেমনই সর্বোচ্চ বয়সের প্রতিযোগীও রয়েছেন। ঘোড় দৌড়ে অংশ নিয়েছেন স্পেনের হুয়ান অ্যান্তোনিও জিমেনেজ কোবো। তাঁর বয়স ৬৫ বছর। এই অলিম্পিক্সে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে তাঁর বয়সি সর্বাধিক। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সুইডেনের রলফ-জোরান বেংটসন। তাঁর বয়স ৬২ বছর। তৃতীয় স্থানে আছেন সুইজারল্যান্ডের পিউস সেইজার। তাঁর বয়স ৬১ বছর সকলেই ঘোড়দৌড় প্রতিযোগিতার অংশগ্রহণকারী।

সবচেয়ে বয়স্ক অলিম্পিয়ানের রেকর্ডটি সুইডিশ শ্যুটার অস্কার সোয়ানের দখলে রয়েছে। যিনি ৭২ বছর বয়সে ১৯২০ অলিম্পিকে অংশ নিয়েছিলেন।

উল্লেখ্য, ভারতীয় অ্যাথলিটদের মধ্যে সর্বকনিষ্ঠ হলেন সাঁতারু ধিনি দেসিঙ্গু। ২০০ মিটার ফ্রি স্টাইল বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। আর ভারতীয় অ্যাথলিটদের মধ্যে সবথেকে প্রবীণ হলেন রোহন বোপান্না। ৪৪ বছর বয়সে টেনিসের ডবলস প্রতিযোগিতায় ভারতের হয়েছে প্রতিনিধিত্ব করবেন তিনি।

সর্বকনিষ্ঠ খেলোয়াড় চীনের ঝেং হাওহাও
Paris Olympics 24: ফ্রান্সের ঐতিহ্যের কথা বলে 'দ্য ফ্রাইজ'! জানুন এই অলিম্পিকের ম্যাসকট সম্পর্কে
সর্বকনিষ্ঠ খেলোয়াড় চীনের ঝেং হাওহাও
Paris Olympics 24: না আছে দেশ, না আছে পতাকা - শুধু জয়ের খিদে নিয়ে অলিম্পিকে নামছেন ৩৭ উদ্বাস্তু

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in