২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সে জোড়া সাফল্য পেল ভারত। ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন অবনী লেখারা এবং ব্রোঞ্জ জিতেছেন মোনা আগারওয়াল। দুই মহিলার হাত ধরে পদক জয়ের অভিযান শুরু করল ভারত।
মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনাল রাউন্ডে নেমেছিলেন অবনী এবং মোনা। দু'জনেই শুরু থেকে দারুণ পারফর্ম করতে থাকেন। প্রথমে পদক নিশ্চিত করেন মোনা আগারওয়াল। তিনি জেতেন ব্রোঞ্জ। পরে ২৪৯.৬ স্কোর করে প্যারালিম্পিক্স রেকর্ড গড়ে সোনার পদক নিশ্চিত করেন অবনী লেখারা। তিনি দ্বিতীয় প্যারা অ্যাথলিট যিনি পর পর দু'বার সোনার পদক জিতেছেন।
২০২০ টোকিও প্যারালিম্পিক্সে এই বিভাগে সোনা জিতেছিলেন অবনী। সেই জয়ের ধারা বজায় রাখলেন তিনি। অন্যদিকে মোনা আগারওয়াল এই প্রথম প্যারালিম্পিক্সে অংশগ্রহণ করেছিলেন। তিনি ২২৮.৭ স্কোর করেন। এই বিভাগে দ্বিতীয় হয়েছেন দক্ষিণ কোরিয়ার লি ইউনরি।
অন্যদিকে, পুরুষদে ১০ মিটার এয়ার পিস্তলের যোগ্যতা অর্জন পর্বে ৫৬৫ স্কোর করে ফাইনাল রাউন্ডে উঠেছেন মনীশ নারওয়াল। যোগ্যতা অর্জন পর্বে তিনি পঞ্চম স্থানে শেষ করেছেন। এই গ্রুপেই ৫৬১ পয়েন্ট নিয়ে নবম স্থানে শেষ করে ছিটকে গেলেন ভারতের রুদ্রাংশ খাণ্ডেলওয়াল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন