নীরজের পর পারুল, জাতীয় রেকর্ড গড়ে প্যারিস অলিম্পিক্সের টিকিট নিশ্চিত আরও এক ভারতীয় অ্যাথলিটের

৩০০০ মিটারের স্টিপলচেজ প্রতিযোগিতা শেষ করেন ৯ মিনিট ১৫.৩১ সেকেন্ডে। ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন পর্বে তিনি সময় নিয়েছিলেন ৯ মিনিট ২৪.২৯ সেকেন্ড।
পারুল চৌধুরী
পারুল চৌধুরীছবি - সংগৃহীত
Published on

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে জাতীয় রেকর্ড গড়ার সাথে সাথেই ২০২৪ প্যারিস অলিম্পিক্সের টিকিট নিশ্চিত করলেন ভারতের পারুল চৌধুরী। স্টিপলচেজ বিভাগে যোগ্যতা অর্জন করলেন তিনি।

নীরজ চোপড়ার পর ভারতীয় অ্যাথলিটদের মধ্যে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করলেন পারুল। বুদাপেস্টে দেশের হয়ে পদক জিততে না পারলেও জাতীয় রেকর্ড করেছেন তিনি। ৩০০০ মিটারের স্টিপলচেজ প্রতিযোগিতা শেষ করেন ৯ মিনিট ১৫.৩১ সেকেন্ডে। ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন পর্বে তিনি সময় নিয়েছিলেন ৯ মিনিট ২৪.২৯ সেকেন্ড। ফলে ফাইনাল রাউন্ডে যে ভালো করলেন তা বলার অপেক্ষা রাখে না।

এর আগে জাতীয় রেকর্ড ছিল ললিতা বাবরের অধীনে। ২০১৬ রিও অলিম্পিক্সে ৯ মিনিট ১৯.৭৬ সেকেন্ডে প্রতিযোগিতা শেষ করেছিলেন তিনি।

১৯৯৫ সালের ১৫ এপ্রিল উত্তরপ্রদেশের মিরাটে এক কৃষক পরিবারে জন্ম হয় পারুলের। ছোট থেকেই খেলাধুলোতে আগ্রহহ ছিল এই অ্যাথলিটের। পরিবারের সমস্ত বাধা পেরিয়ে দেশের নাম উজ্জ্বল করাই ছিল একমাত্র লক্ষ্য। বিশ্ব মঞ্চে সেটাই করে দেখালেন পারুল। বুদাপেস্টে ১১তম স্থানে শেষ করলেও তিনি হার মানছেন না। বরং দেশে ফিরেই আগামী অলিম্পিক্সে পদক জয়ের লক্ষ্যে প্র্যাকটিস শুরু করে দেবেন তিনি।

সাই (স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়া)-র পক্ষ থেকে ট্যুইট করে বলা হয়েছে, "নিজের পারফর্ম্যান্স দিয়ে পারুল সকলের মন জয় করে নিয়েছে। ব্যক্তিগত সেরার পাশাপাশি জাতীয় রেকর্ড গড়ার জন্য তাঁকে অভিনন্দন। তিনি নতুন একটা অধ্যায় লিখলেন।"

পারুল চৌধুরী
Neeraj Chopra: ফের ইতিহাস গড়লেন ‘সোনার ছেলে’, বিশ্ব অ্যাথলেটিক্সে প্রথম ভারতীয় হিসাবে সোনা জয় নীরজের
পারুল চৌধুরী
'অনেকে ভাবে মোহনবাগানকে হারালাম মানেই চ্যাম্পিয়ন' - নাম না করে ইস্টবেঙ্গলকে কটাক্ষ বাগান সচিবের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in