টেস্টের পর এবার অস্ট্রেলিয়ার ওডিআই ক্রিকেটের নেতৃত্ব পেলেন প্যাট কামিন্স। গত মাসে অস্ট্রেলিয়ার একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়েছেন অ্যারন ফিঞ্চ। এরপর অজিদের নতুন নেতার অপেক্ষায় দিন গুনছিল ক্রিকেট বিশ্ব। অবশেষে এসে গেলো অফিসিয়াল ঘটনা। শেন ওয়ার্নের পর দ্বিতীয় বোলার এবং প্রথম পেসার হিসেবে অস্ট্রেলিয়ার ওডিআই দলের নেতা হলেন কামিন্স।
অস্ট্রেলিয়ায় প্রাক্তন সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার অধিনায়ক হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও তাঁর হাতে ব্যাটন উঠছে না। কারণ এখনও তার উপর থেকে অধিনায়কত্বের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। অজিদের ২৭তম ওডিআই অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন পূর্ব অধিনায়ক স্টিভ স্মিথ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েলও। তবে টেস্ট ক্রিকেটে কামিন্সের সফলতার জন্য ওডিআই ফর্ম্যাটেও নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। আগামী বছর ওডিআই বিশ্বকাপে কামিন্সই নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়াকে।
এদিন কামিন্সকে অধিনায়ক করা নিয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক তথা চিফ সিলেক্টর জর্জ বেইলি বলেন, "টেস্ট দলের অধিনায়ক হওয়ার পর থেকে প্যাট অসাধারণ কাজ করেছে ৷ তাই ২০২৩ সালে ভারতে আয়োজিত বিশ্বকাপে নেতৃত্বের জন্য আমরা ওকেই বেছে নিয়েছি ৷"
ওয়ানডে দলের দায়িত্ব পেয়ে কামিন্স বলেন, "ফিঞ্চের অধীনে খেলা সব সময় উপভোগ করেছি এবং তার নেতৃত্বগুণ থেকে অনেক কিছু শিখেছি। ওয়ানডে দলটা অভিজ্ঞতায় ভরপুর হওয়ায় আমরা খুবই ভাগ্যবান।"
সাম্প্রতিক কালে ওডিআই ফর্ম্যাটে ব্যাট হাতে একদমই ছন্দে ছিলেন না অ্যারন ফিঞ্চ। যে কারণে তিনি অধিনায়কত্বের দায়ভার ছাড়েন। ফিঞ্চ বলেছিলেন, "একজন নতুন অধিনায়ককে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির জন্য ও জেতার সম্ভাব্য সেরা সুযোগ তৈরি করে দেওয়ার সময় এখন।" তাই ক্রিকেট অস্ট্রেলিয়া আসন্ন ওডিআই বিশ্বকাপের আগে কামিন্সকে বেছে নিলেন নেতা হিসেবে। আগামী নভেম্বরে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে আতিথ্য দেবে অস্ট্রেলিয়া। সেই সিরিজ থেকেই দায়িত্ব পালন শুরু করবেন কামিন্স।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন