আইপিএলের ইতিহাসে সর্বাধিক মূল্যে বিক্রি হলেন বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক প্যাট কামিন্স। তাঁকে ২০ কোটি ৫০ লক্ষ টাকায় কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএলের মিনি নিলামে সৃষ্টি হলো ইতিহাস। ১৭ বছরের ইতিহাসে এই প্রথম কোনো প্লেয়ারের দাম উঠলো ২০ কোটি ৫০ লক্ষ টাকা। প্যাট কামিন্সকে যে এত দাম দিয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি কিনবে তা কেউ ভাবতে পারেনি।
কামিন্সের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তাঁকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে চেন্নাই এবং ব্যাঙ্গালোর। কিন্তু ব্যাঙ্গালোরের কাছে পিছিয়ে পড়ে চেন্নাই। সেই সুযোগ কাজে লাগায় হয়দরাবাদ। শেষ পর্যন্ত ২০ কোটি ৫০ লক্ষে কামিন্সকে দলে নেয় সানরাইজার্স।
অস্ট্রেলিয়ানদের মধ্যে প্যাট কামিন্সই একমাত্র প্লেয়ার যিনি দুই মরসুমে সর্বাধিক মূল্যে বিক্রি হলেন। ২০২০ সালে কে কে আর কামিন্সকে ১৫.৫০ কোটি টাকায় কিনেছিল। ওই মরসুমে তিনিই ছিলেন সবথেকে দামি প্লেয়ার। গত মরসুমে ১৮ কোটি ৫০ লক্ষ টাকা উঠেছিল স্যাম কুরানের দাম। সেটাই এতদিন সর্বোচ্চ ছিল। ২০১৫ সালে যুবরাজ সিং-র দাম উঠেছিল ১৬ কোটি টাকা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন