বিশ্বকাপের আগে বড় ধাক্কা বিশ্বচ্যাম্পিয়নদের শিবিরে। আসন্ন কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন ফ্রান্সের তারকা মিডফিল্ডার পল পোগবা। ফ্রান্সের মাঝ মাঠে পল পোগবা কতটা অবদান রাখেন তা ফুটবল ভক্তদের অজানা নয়। তাঁর অনুপস্থিতিতে বড় সমস্যায় পড়তে পারেন এমবাপ্পে-বেনজেমা-গ্রিজম্যানরা।
ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে পুরোনো ক্লাব জুভেন্টাসে যোগ দেওয়ার কয়েক দিনের মধ্যেই চোট পান পোগবা। খবর অনুযায়ী, চোট এতোটাই গুরুতর যে বিশ্বকাপটা মাঠের বাইরে বসেই দেখতে হতে পারে এই বিশ্বকাপজয়ীকে।
জুভেন্টাসের হয়ে অনুশীলন চলাকালীনই হাঁটুতে গুরুতর চোট পান পোগবা। বিয়াঙ্কোনেরিদের প্রাক মরশুমের প্রস্তুতি ম্যাচেও দেখা যায়নি তাঁকে। পোগবার এই চোট সারিয়ে উঠতে কমপক্ষে পাঁচ সপ্তাহ লাগবে। তবে তিনি যদি অস্ত্রোপচার করান তবে চোট সারিয়ে মাঠে ফিরতে সময় লাগবে অন্তত পাঁচ মাস। সেক্ষেত্রে ২০২৩ সালের আগে মাঠে নামা হবে না তাঁর। আসন্ন সিরি-আ'র শুরু থেকে যে পোগবাকে পাওয়া যাবেনা তা একপ্রকার নিশ্চিত। অস্ত্রোপচার করা হলে বিশ্বকাপের মঞ্চেও দেখা যাবেনা তাঁকে।
চলতি বছরের ২১ শে নভেম্বর থেকে শুরু হবে ফুটবলের বিশ্বযুদ্ধ। এই লড়াইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স রয়েছে গ্রুপ-ডি'তে। এই গ্রুপে ফ্রান্স ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, ডেনমার্ক এবং তিউনিশিয়া।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন