ডোপিং-এর দায়ে চার বছরের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে সাসপেন্ড হলেন ফ্রান্সের এবং জুভেন্টাসের মিডফিল্ডার পল পোগবা। গত বছরের সেপ্টেম্বর মাসেই ইতালির ন্যাশনাল অ্যান্টি ডোপিং ট্রাইবুনাল (NADO Italia) সাময়িকভাবে বিশ্বখ্যাত এই ফুটবলারকে সাসপেন্ড করেছিল। শাস্তির এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুইজারল্যান্ডের কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস-এর কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন পোগবা।
শাস্তি ঘোষণার পর পল পোগবা এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি কখনও কোনও নিষিদ্ধ ড্রাগ সেবন করেননি। তিনি আরও জানান, এই সিদ্ধান্তে আমি হতবাক। আমি আমার ফুটবলার জীবনে যা যা অর্জন করেছি এই শাস্তির সিদ্ধান্ত তার সবকিছুই কেড়ে নেবে। প্রসঙ্গত, তাঁর শাস্তি মকুব না হলে আগামী ২০২৮ পর্যন্ত তিনি আর মাঠে নামতে পারবেন না।
পোগবা বলেন, যখন আমি সব অভিযোগ থেকে আইনগতভাবে মুক্ত হব তখনই সবকিছু সামনে আসবে। কিন্তু আমি স্পষ্ট করে জানাতে চাই, আমি কখনও জেনে শুনে এরকম কোনও ওষুধ নিইনি যা নিষিদ্ধ তালিকায় পড়ে।
২০২৩-এর ২০ আগস্ট উদিনেসের বিরুদ্ধে জুভেন্টাসের ম্যাচের পর পোগবার ডোপ টেস্ট হয়। এই টেস্টেই তাঁর শরীরে অতিরিক্ত মাত্রায় টেস্টোস্টেরন পাওয়া যায়। তিনি ওই ম্যাচে মাঠে না নামলেও রিজার্ভ বেঞ্চে ছিলেন।
৩০ বছর বয়সী পোগবা ২০২২ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে জুভেন্টাসে ফেরেন। ২০২৬ পর্যন্ত জুভেন্টাসের সঙ্গে তাঁর চুক্তি আছে। এর আগে ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত তিনি জুভেন্টাসের হয়ে ১৭৮টি ম্যাচ খেলেছেন। যদিও দ্বিতীয়বার জুভেন্টাসে ফেরার পর থেকে তিনি চোট আঘাতে জর্জরিত। এমনকি হাঁটুর চোটের কারণে তিনি ২০২২ বিশ্বকাপে ফ্রান্স দলেও সুযোগ পাননি। যদিও ২০১৮-র বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য ছিলেন পোগবা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন