এবারের আইএসএল-এ বিরাট চমক দিতে চলেছে এটিকে মোহনবাগান। ফ্রান্সের তারকা ফুটবলার পোগবার দাদা ফ্লোরেন্তিন পোগবা যোগ দিচ্ছেন সবুজ-মেরুন শিবিরে। শোনা যাচ্ছে এক বছরের চুক্তিতে তাঁকে আনা হচ্ছে। পোগবাকে এনে অন্য দল্গুলিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিল মোহনবাগান।
সবুজ-মেরুনের রক্ষণভাগ সামলাতে আসছেন ৩২ বছরের ফ্লোরেন্তিন পোগবা। পশ্চিম আফ্রিকার দেশ গিনির জাতীয় দলে খেলছেন তিনি। বেশকিছুদিন ধরে শোনা যাচ্ছিল এই মরসুমে বড় প্লেয়ার আনবে মোহনবাগান। কিন্তু সেটা যে পোগবা কেউ ধারণা করতে পারেননি। ফ্লোরেন্তিন নিজের ভাইয়ের মতো বিখ্যাত না হলেও ইউরোপ, আমেরিকা সহ একাধিক দেশের বহু নামকরা ক্লাবে খেলেছেন। ২০১০ সাল থেকে গিনির হয়ে খেলছেন তিনি। তাঁর বর্তমান ক্লাব সোশাক্স মবেলিয়ার্ড ট্যুইট করে মোহনবাগানে যোগ দেওয়ার খবরটি জানায়। দাদার নতুন ক্লাবে যোগদান নিয়ে ট্যুইটে শুভেচ্ছা বার্তা দিয়েছেন পল পোগবা।
সোশাক্সের হয়ে তিনি ২০২০ সাল থেকে খেলছেন। ঐ ক্লাবের হয়ে তিনি মোট ৬৩ টি ম্যাচ খেলেছেন। এছাড়া তিনি আগে আমেরিকার ক্লাবেও খেলতেন। আমেরিকার মেজর লিগ ও ইউএসএল চ্যাম্পিয়নশিপ খেলার অভিজ্ঞতাও তাঁর আছে। এর পাশাপাশি ফ্লোরেন্তিন ফ্রান্সের অনুর্দ্ধ-২০ জাতীয় দলের হয়েও খেলেছেন।
সবুজ মেরুন সমর্থকরা বেশ আনন্দিত হয়েছেন এই খবর শুনে। এটিকে মোহনবাগানের ফেসবুক পেজ থেকে এই খবরটি প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, সবুজ-মেরুন শিবির এই প্রথমবার নয় এর আগেও তারকা ফুটবলার এনেছে। ফিনল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলা মিডফিল্ডার জনি কাউকোকে এনেও তারা সমর্থকদের দারুন উপহার দিয়েছিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন