বিরাট কোহলিকে নিয়ে গৌতম গম্ভীর এবং রিকি পন্টিং-র মধ্যে বিবাদ এখনও থামেনি। এবার গৌতিকে পাল্টা খোঁচা দিলেন রিকি পন্টিং।
সম্প্রতি, বিরাটকে নিয়ে করা রিকি পন্টিং-র একটি মন্তব্যের কড়া জবাব দিয়েছিলেন গৌতম গম্ভীর। যার পাল্টা দিলেন রিকি পন্টিং। প্রাক্তন অজি তারকা বলেন, 'যখন জানলাম আমার মন্তব্যের জবাব গৌতম গম্ভীর দিয়েছেন তখন অবাক হইনি। কারণ আমি গৌতমকে চিনি। উনি প্রায় সব সময়ই বিরক্ত হয়ে থাকেন। দ্রুত খেপে যান উনি'।
তিনি আরও জানান, আমি বিরাটের সমালোচনা করিনি। আমি শুধু বলেছিলাম ওর মতো একজন তারকা প্লেয়ার অস্ট্রেলিয়াতে ভালো খেলতেই পারে। কারণ আগেও ভালো খেলেছে। তবে শেষ ৫ বছরে টেস্টে বিরাটের সেঞ্চুরির সংখ্যা খুবই কম। ও বর্ডার গাভাসকর ট্রফিতে ফর্মে ফেরার চেষ্টা করবে।
প্রসঙ্গত, কয়েকদিন আগে রিকি পন্টিং বলেছিলেন, বিরাট কোহলি এমন একজন প্লেয়ার যিনি শেষ ৫ বছরে মাত্র দুটি টেস্ট সেঞ্চুরি করেছেন। যার পাল্টা দেন ভারতীয় কোচ। গম্ভীর বলেন, "ভারতীয় ক্রিকেট নিয়ে চিন্তা করে পন্টিং কী করবেন? আমি মনে করি তাঁর অস্ট্রেলিয়ান ক্রিকেট নিয়ে ভাবা উচিত। বিরাট এবং রোহিতকে নিয়ে এত চিন্তা করার কিছু হয়নি। আমি মনে করি তাঁরা অবিশ্বাস্যভাবে খুবই শক্ত। তাঁরা (বিরাট ও রোহিত) ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু অর্জন করেছে এবং তাঁরা ভবিষ্যতেও ভারতকে আরও সাফল্য এনে দেবে"।
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। তৃতীয় টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর, চতুর্থ টেস্ট ২৬ ডিসেম্বর এবং পঞ্চম তথা সিরিজের শেষ টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি থেকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন