৭১ বছরের পুরনো রেকর্ড ভেঙে টেস্টে নতুন নজির গড়লেন প্রবাথ জয়সূর্যা

গলে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে পল স্টার্লিংকে ফিরিয়েই স্পিনারদের মধ্যে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার কীর্তি অর্জন করেন জয়সূর্যা। এর আগে এই রেকর্ড ছিল আলফ ভ্যালেন্টাইনের।
প্রবাথ জয়সূর্যা
প্রবাথ জয়সূর্যাছবি -
Published on

৭১ বছরের রেকর্ড ভেঙে টেস্টে নতুন নজির গড়লেন প্রবাথ জয়সূর্যা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্পিনার হিসেবে দ্রুততম ৫০টি উইকেট নেওয়ার নজির গড়লেন এই লঙ্কান ক্রিকেটার। মাত্র ৭টি টেস্টের ১১ট ইনিংসে বল করে ২২.৫০ গড়ে ৫০ উইকেটের মাইলস্টোনে পৌঁছলেন জয়সূর্যা। পেছনে ফেললেন ক্যারিবিয়ান স্পিনার আলফ ভ্যালেন্টাইনকে।

গলে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে পল স্টার্লিংকে ফিরিয়েই স্পিনারদের মধ্যে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার কীর্তি অর্জন করেন জয়সূর্যা। এর আগে এই রেকর্ড ছিল আলফ ভ্যালেন্টাইনের। ১৯৫১-৫২ সালে আট টেস্টে ৫০ উইকেট নিয়েছিলেন ভ্যালেন্টাইন।

সার্বিকভাবে, ম্যাচের বিচারে টেস্টে দ্বিতীয় দ্রুততম ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন জয়সূর্যা। টেস্টের ইতিহাসে দ্রুততম ৫০ উইকেটের রেকর্ড আছে অস্ট্রেলিয়ার পেসার চার্লস থমাস টার্নারের। ১৮৮৭-৮৮ সালে মাত্র ৬টি টেস্টের ১১টা ইনিংসে বল করে এই নজির গড়েছিলেন টার্নার।

উল্লেখ্য, শুধু জয়সূর্যা নন, টেস্টে ৭ ম্যাচে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে আরও দুই ক্রিকেটারের অধীনে। তবে তাঁরা দুজনেই পেসার। একজন হলেন দক্ষিণ আফ্রিকার ভেরনন ফিলেন্ডার, অন্যজন ইংল্যান্ডের টম রিচার্ডসন। ফিলেন্ডার এই কীর্তি গড়েন ২০১২ সালে। ব্রিটিশ তারকা এই নজির গড়েছিলেন ১৮৯৬ সালে।

প্রবাথ জয়সূর্যা
বিজেপি সাংসদ ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, ক্রিকেটাররা চুপ কেন! ক্ষুব্ধ কুস্তিগীররা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in