Prabir Das: বেঙ্গালুরু থেকে কেরালায় যাওয়ার কারণ জানালেন প্রবীর দাস

প্রবীর বলেন, কেরালার ফুটবল পাগল সমর্থকদের কাছ থেকে আরও ভালোবাসা পাবো, এই আশা নিয়েই কেরালা ব্লাস্টার্সে সই করেছি। সমর্থকদের সামনে মাঠে নেমে নিজের সেরা পারফরম্যান্স দেখানোর জন্য মুখিয়ে রয়েছি।
প্রবীর দাস
প্রবীর দাসছবি - প্রবীর দাসের ফেসবুক পেজ
Published on

দীর্ঘদিন কলকাতার এটিকে, এটিকে মোহনবাগানে খেলার পরে বেঙ্গালুরু এফসিতে গতবছর সই করেন মিডফিলডার প্রবীর দাস। এবার বেঙ্গালুরু নিতে চাইলেও বেশি টাকার প্রস্তাব পেয়ে কেরালা ব্লাস্টার্স গেলেন প্রবীর। শুধুই কি অর্থ নাকি অন্য কোনো কারণ আছে প্রবীরের কেরালায় যই করা? বৃহস্পতিবার নিজেই পুরো বিষয়টা জানালেন।

প্রবীর দাস কেরালা ব্লাস্টার্স মিডিয়া টিমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, "সমর্থকদের যেমন আমি খুবই পছন্দ করি, তেমনই সমর্থকেরাও আমাকে খুবই পছন্দ করেন। যেখানেই গিয়েছি, সে কলকাতা হোক বা বেঙ্গালুরু, সমর্থকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। কেরালার ফুটবল পাগল সমর্থকদের কাছ থেকে আরও ভালোবাসা পাবো, এই আশা নিয়েই কেরালা ব্লাস্টার্সে সই করেছি"।

তিনি আরও বলেন, "সমর্থকদের সামনে মাঠে নেমে নিজের সেরা পারফরম্যান্স দেখানোর জন্য মুখিয়ে রয়েছি। মোটিভেশন জোগানোর কাজটা সমর্থকদের চেয়ে ভালো আর কেউ করতে পারে না। হারা ম্যাচও জিতিয়ে দিতে পারে ওরা। কেরালা ব্লাস্টার্সের সমর্থকেরা অনেকটা সে রকমই। পাগলের মতো সমর্থন করে। তাই ওদের সামনে খেলার জন্য আমি তৈরি"।

বেঙ্গালুরু থেকে কলকাতায় না ফিরে কেন কেরালার ক্লাবে যোগ দিলেন? এই প্রশ্নের উত্তরে প্রবীর বলেন, যে ক্লাবের কাছ থেকে সন্মান পেয়েছি, তাদের কর্মকর্তা, কোচেরা মন থেকে চেয়েছেন আমি তাঁদের দলে যোগ দিই, সেই ক্লাবেই সই করা ভাল বলে মনে হয়েছে। তা ছাড়া এখানকার সমর্থকেরা তো রয়েছেনই। কেরালা ব্লাস্টার্স যেখানেই খেলে, গোটা গ্যালারি হলুদ হয়ে যায়। এই ব্যাপারটা আমাকে খুব মোটিভেট করেছে।

প্রবীর দাস
Karim Benzema: রোনাল্ডোর পর এবার সৌদি প্রো লীগে করিম বেনজেমা!
প্রবীর দাস
CFL: এখনও IFA-র খাতায় মোহনবাগানের আগে এটিকে! কী সাফাই ফুটবল সংস্থার?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in