এশিয়ান গেমসের আগে কলকাতায় দাবাড়ুদের মেলা। ভারতীয় শিবির ও টাটা স্টিল চেস ইন্ডিয়া র্যাপিড এবং ব্লিটস টুর্নামেন্টে অংশ নিতে শহরে দেশ বিদেশের মহিলা দাবাড়ুরা।
আসন্ন এশিয়ান গেমসে ভারতীয় দলে থাকা পাঁচ দাবাড়ুর মধ্যে চারজন উপস্থিত কলকাতায়। প্রজ্ঞানন্দের দিদি বৈশালী রমেশবাবুর আসার কথা থাকলেও শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নিচ্ছেন না তিনি। তবে এশিয়ান গেমসের দলে রয়েছেন তিনি।
এশিয়ান গেমসের দলে থাকা পাঁচ দাবাড়ুর মধ্যে চার গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি, সবিতা শ্রী, ভস্তিকা আগরওয়াল এবং হারিকা দ্রোনাভাল্লিরা কলকাতায় এই মেগা আন্তর্জাতিক ইভেন্টে উপস্থিত রয়েছেন।
উল্লেখ্য, ভারতীয় মহিলাদের মধ্যে প্রথম গ্র্যান্ড মাস্টার কোনেরু হাম্পি। শহরের এক পাঁচ তারা হোটেলে এই ইভেন্টের ড্র-এ অংশ নিয়ে হাম্পি বলেন, "এবারের এশিয়ান গেমস যথেষ্ট চ্যালেঞ্জিং হবে।"
ব্যক্তিগত ইভেন্টের পাশাপাশি টিম ইভেন্টেও হাম্পিকে অংশ নিতে দেখা যাবে এশিয়ান গেমসে। পাশাপাশি ভারতীয় দাবার তরুণ প্রতিভা প্রজ্ঞানন্দের প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। মার্নাস কার্লসেনের বিরুদ্ধে খেলে চেন্নাইয়ে ফিরেছেন প্রজ্ঞানন্দ।
সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতায় আসতে পারেন তিনি। এই ইভেন্টের ওপেন ক্যাটাগরিতে অংশ নেওয়ার কথা রয়েছে ১৮ বছর বয়সী এই গ্র্যান্ডমাস্টারের। ওপেন ক্যাটাগরি শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে এবং চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন