বাংলার ফুটবলের জন্য সুখবর। ২০২৬ ফুটবল বিশ্বকাপ পরিচালনা করতে পারেন বাংলার রেফারি প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়। এশিয়ার সেরা তিন রেফারিদের মধ্যে নির্বাচিত হলেন প্রাঞ্জল। শুধু তাই নয় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ পরিচালনার দায়িত্ব পেতে পারেন এই বঙ্গসন্তান।
আগামী মাসে সৌদি আরবে ভার লাইসেন্স পেতে কঠিন পরীক্ষাতেও বসার কথা রয়েছে প্রাঞ্জলের। সেখানে পাশ করে গেলে ২০২৬ বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে পারবেন বাংলার রেফারি। কয়েকদিন আগেই অনূর্ধ্ব-১৭ এশিয়ান চ্যাম্পিয়নশীপে রেফারিং করিয়েছেন প্রাঞ্জল।
প্রাঞ্জল জানান, “চ্যাম্পিয়ন্স লিগে রেফারিদের প্যানেলেও থাকতে পারে আমার নাম। যেহেতু এশিয়ার সেরা তিনে রয়েছি, তাই ভার লাইসেন্স না পেলেও আমি চ্যাম্পিয়ন্স লিগে থাকতে পারব। তবে খুব কম ক্ষেত্রেই এই সুযোগ মেলে।”
প্রায় ৩০৮ ঘণ্টা ধরে পরীক্ষা দিতে হবে প্রাঞ্জলকে। তবে আপাতত কলকাতা লিগে ম্যাচ খেলাচ্ছেন তিনি। সিআরএ থেকেই উঠেছেন প্রাঞ্জল। দেখতে দেখতে ৯২ বছরে পা রাখল CRA (কলকাতা রেফারিজ অ্যাসোসিয়েশন)। কিছুদিন আগে তাঁদের ৯২তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এই সংস্থা এশিয়ার সব থেকে প্রাচীন। এই CRA থেকে উঠে এসেছেন বাংলার বহু ফিফা রেফারি। যাঁরা ভারতীয় ফুটবল মাঠে দক্ষতার সাথে ম্যাচ পরিচালনা করে বাংলাকে র্গবিত করেছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন