Paris Paralympics 24: ফের সোনা জয় ভারতের, হাইজাম্পে প্রথম প্রবীণ কুমার

People's Reporter: পুরুষদের হাইজাম্প বিভাগে ২.০৮ মিটার লাফ দিয়ে সোনার পদক জিতেলেন প্রবীণ।
Paris Paralympics 24: ফের সোনা জয় ভারতের, হাইজাম্পে প্রথম প্রবীণ কুমার
ছবি - সংগৃহীত
Published on

প্যারালিম্পিক্সে ফের সোনা জিতল ভারত। হাইজাম্প বিভাগে সোনা জিতেছেন প্রবীণ কুমার। ২০২০ টোকিও প্যারালিম্পিক্সে তিনি রুপোর পদক জিতেছিলেন।

পুরুষদের হাইজাম্প বিভাগে ২.০৮ মিটার লাফ দিয়ে সোনার পদক জিতেলেন প্রবীণ। এই নিয়ে চলতি প্যারালিম্পিক্সে ভারত মোট ৬টি সোনার পদক জয় করল। এই বিভাগে দ্বিতীয় হয়েছেন আমেরিকার ডেরেক লসিডেন্ট। তিনি ২.০৬ মিটার লাফিয়েছেন। ২.০৩ মিটার লাফিয়ে ব্রোঞ্জ জিতেছে উজবেকিস্তান এবং পোল্যান্ডের অ্যাথলিট।

গত প্যারা অলিম্পিক্সে ভারত জিতেছিল মোট ১৯টি পদক। যার মধ্যে ৫টি সোনা, ৮টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ পদক রয়েছে। ২০১৬ প্যারালিম্পিক্সে ভারত ২টি সোনা, ১টি রুপো এবং ১টি ব্রোঞ্জ পদক জিতেছিল। ২০১২ প্যারালিম্পিক্সে ১টি রুপো জিতেছিল ভারত।

চলতি প্যারালিম্পিক্সে এখনও পর্যন্ত ভারত ৬টি সোনা, ৯টি রুপো এবং ১১টি ব্রোঞ্জ জিতে মোট ২৬টি পদক জিতেছে। পদক তালিকায় শীর্ষে রয়েছে চীন। চীন ৭৪টি সোনা, ৫৬টি রুপো এবং ৩৯টি ব্রোঞ্জ জিতেছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in