Prithvi Shaw: প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড পৃথ্বী শ-র!

People's Reporter: রঞ্জির গ্রুপ বি-র ছত্তিশগড় বনাম মুম্বইয়ের ম্যাচে প্রথম সেশনেই ১৮৫ বলে ১৫৯ রান করেন পৃথ্বী শ। তাঁর ইনিংসের মধ্যে ছিল ১৮টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারি।
পৃথ্বী শ
পৃথ্বী শছবি - দিল্লি ক্যাপিটালসের ট্যুইটার হ্যান্ডেল
Published on

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে রঞ্জি ট্রফিতে রেকর্ড গড়লেন পৃথ্বী শ। পরপর দু'বার প্রথম সেশনেই সেঞ্চুরি করলেন তিনি। যা এর আগে কোনো ভারতীয় ক্রিকেটার করতে পারেননি।

দীর্ঘদিন চোটের কারণে ঘরোয়া ক্রিকেট থেকেও বিশ্রাম ছিল পৃথ্বীর। চোট থেকে ফিরেই বাংলার বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে প্রথম ইনিংসে ৩৫ রান করেছিলেন। পরের ইনিংসে যদিও ব্যাট করার প্রয়োজনই পরেনি। শুক্রবার রঞ্জির গ্রুপ বি-র ছত্তিশগড় বনাম মুম্বইয়ের ম্যাচে প্রথম সেশনেই ১৮৫ বলে ১৫৯ রান করেন পৃথ্বী শ। তাঁর ইনিংসের মধ্যে ছিল ১৮টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারি।

পৃথ্বীর এই ইনিংস গড়তে তাঁকে সাহায্য করেন ওপেনার ভূপেন লালওয়ানি। তিনি ২৩৮ বলে ১০২ রান করেন। দুই ওপেনার ২৪৪ রানের পার্টনারশিপ করেন।

পৃথ্বী শ-র করা নজির প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও পর্যন্ত কোনো ভারতীয় ক্রিকেটারের নেই। এর আগে গত বছর আসামের বিরুদ্ধে প্রথম সেসনেই শতরান করেছিলেন ২৪ বছরের পৃথ্বী। সেবার তাঁর ইনিংস শেষ হয়েছিল ৩৮৩ বলে ৩৭৯ রানে। যেটা রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান। সর্বোচ্চ রানের তালিকায় প্রথম আছেন বি বি নিমবলকার। সৌরাষ্ট্রের বিরুদ্ধে ১৯৪৮-৪৯ মরসুমে অপরাজিত ৪৪৩ রানের ঐতিহাসিক ইনিংস খেলেছিলেন তিনি।

উল্লেখ্য, পৃথ্বী শ গত বছর অগাস্ট মাসে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে হাঁটুতে চোট পান। লন্ডনে অস্ত্রোপচারও হয় তাঁর। তিন মাস রিহ্যাবে থেকে ধীরে ধীরে অনুশীলন শুরু করেন। সম্প্রতি ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিটনেস পরীক্ষাও পাশ করেছেন তরুণ এই তারকা ব্যাটার। তারপরই তিনি রঞ্জি ট্রফি খেলতে নামেন।

পৃথ্বী শ
T-20: প্রথম দক্ষিণ আফ্রিকার ব্যাটার হিসেবে টি-২০-তে রেকর্ড মিলারের! পা রাখলেন বিরাট, গেইলের ক্লাবেও
পৃথ্বী শ
Ranji Trophy: রঞ্জির নকআউটে যাওয়া আদৌ কি সম্ভব বাংলার? কী বলছে সমীকরণ?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in