চার স্কোয়াডের একটিতেও সুযোগ হয়নি, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ পৃথ্বীদের, জবাব চেতন শর্মার

একসাথে ঘোষণা করা চার স্কোয়াডে রয়েছেন মোট ৩৩ জন ক্রিকেটার। কিন্তু এই তালিকায় নেই ঘরোয়া ক্রিকেটে রীতিমত দুর্দান্ত পারফর্ম্যান্স করা পৃথ্বী শ, রবি বিষ্ণোইরা।
পৃথ্বী শ
পৃথ্বী শফাইল ছবি সংগৃহীত
Published on

সোমবার সন্ধ্যায় নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজের, এবং বাংলাদেশের বিপক্ষে ওডিআই ও টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বিসিসিআই নির্বাচকরা। একসাথে ঘোষণা করা চার স্কোয়াডে রয়েছেন মোট ৩৩ জন ক্রিকেটার। এই তালিকায় নেই ঘরোয়া ক্রিকেটে রীতিমত দুর্দান্ত পারফর্ম্যান্স করা পৃথ্বী শ, রবি বিষ্ণোইরা। দলে সুযোগ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। সেইসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন নীতিশ রানা, উমেশ যাদবও।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দে রয়েছেন মুম্বই ওপেনার পৃথ্বী শ। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৭ ম্যাচে ৪৭.৫০ গড়ে ২৮৫ রান সংগ্রহ করেছেন। অসমের বিরুদ্ধে ৬১ বলে ১৩৪ রানের ইনিংসও এসেছে তাঁর ব্যাটে। কিন্তু নিউজিল্যান্ড বা বাংলাদেশ কোনো সফরেও তাঁকে নেওয়া হয়নি। হতাশ পৃথ্বী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "সাঁই বাবা, আশা করি আপনি সব দেখছেন।"

পৃথ্বী প্রসঙ্গে ভারতীয় দলের প্রধান নির্বাচক চেতন শর্মা বলেন, "নির্বাচকরা পৃথ্বীর সঙ্গে যোগাযোগ রেখেছে। ও ঠিক সুযোগ পাবে। এই মুহূর্তে আমাদের তাঁদের সুযোগ দিতে হবে, যাঁদের ময়দানে দরকার।"

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক ঘটার পর এশিয়া কাপেও ভারতীয় দলে ছিলেন রবি বিষ্ণোই। তিনিও এবার সুযোগ পাননি কোনও দলে। বিষ্ণোই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "পিছিয়ে পড়ার থেকে প্রত্যাবর্তন সব সময় শক্তিশালী।"

বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে রয়েছেন উমেশ যাদব। তবে জসপ্রীত বুমরাহ চোট পাওয়ার পর এবং মহম্মদ শামি করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে নেওয়া হয়েছিল ক্ষুদ্র ফর্ম্যাটে। এরপর শামি করোনা মুক্ত হওয়ায় তাঁকেই নিয়ে যাওয়া হয় বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায়। এদিকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটের একটি স্কোয়াডেও জায়গা পাননি তিনি। উমেশ যাদব লিখেছেন, "তোমরা আমাকে বোকা বানাতেই পারো, কিন্তু মনে রেখো ঈশ্বর সব দেখছেন।"

আশাহত হয়েছেন নীতিশ রানাও। শ্রীলঙ্কা সফরের পর তাঁকে আর জায়গা দেওয়া হয়নি দলে। কেকেআর তারকা লিখেছেন, "HOPE - Hope on. Pain ends." যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় - "আশা - হাল ছেড়ো না, যন্ত্রণা কমবে।"

পৃথ্বী শ
কিউইদের বিপক্ষে ফিরছেন উমরান মালিক, টি-টোয়েন্টিতে নেতৃত্বে হার্দিক, বাংলাদেশ সফরে কারা সুযোগ পেলেন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in