করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন দাপট দেখাচ্ছে বিশ্বের সর্বত্রই। ক্রমাগত বাড়ছে আক্রান্তের সংখ্যা। ক্রীড়া ক্ষেত্রেও এই প্রভাব ব্যাপক হারে বাড়ছে। বিশেষ করে ইউরোপের ক্লাব ফুটবলে। একাধিক তারকা কোভিড আক্রান্ত হচ্ছেন। মারণ ভাইরাসে আক্রান্ত সেই ফুটবলারদের তালিকায় যুক্ত হলেন লিওনেল মেসি। পিএসজির তিন সতীর্থ সহ কোভিড পজেটিভ হয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তী।
রবিবার প্যারিস সাঁ জার্মেইনের পক্ষ থেকে মেসির করোনা আক্রান্ত হওয়ার খবর জানানো হয়। শুধু মেসি নন, কোভিড আক্রান্ত হয়েছেন মেসির তিন সতীর্থ জুয়ান বার্নাট, সার্জিও রিকো এবং ন্যাথন বিটুমাজালা। প্রত্যেকেই আপাতত নিভৃতাবাসে রয়েছেন।
রবিবার পিএসজির তরফ থেকে জানানো হয়েছে, "চার জন খেলোয়াড় যাদের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, তাঁরা হলে লিও মেসি, জুয়ান বার্নাট, সার্জিও রিকো এবং ন্যাথন বিটুমাজালা। ওরা বর্তমানে নিভৃতবাসে রয়েছে এবং সমস্ত বিধিনিষেধ মেনে চলছে।"
লিও সহ চার ফুটবলার করোনা আক্রান্ত হওয়ায় বড় ধাক্কা খেলো পিএসজি। ৩ রা ডিসেম্বর সোমবার ফ্রান্সের কাপ প্রতিযোগীতা কোপা দে ফ্রান্সের ম্যাচে ভানেসের বিরুদ্ধে মাঠে নামছে প্যারিসিয়েনরা। চোটের কারণে নেইমার ছিটকে গিয়েছেন আগেই। এবার করোনা সংক্রমিত হয়ে নিভৃতাবাসে মেসি সহ চার ফুটবলার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন