উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠলো পি এস জি এবং জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে এমবাপ্পেররা জেতেন ২-১ ব্যবধানে এবং বায়ার্ন জেতে ৩-০ গোলে।
গতকাল মধ্যরাতে রিয়েল সোসাইদাদের মুখোমুখি হয় পিএসজি এবং লাজিও-র বিপক্ষে খেলে বায়ার্ন। প্রথম লেগে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল পিএসজি। দ্বিতীয় লেগের শুরু থেকেইএ দুই দল আক্রমণাত্মক খেলতে থাকে। পিএসজির হয়ে দুটি গোল করেন এমবাপ্পে। ম্যাচের একদম শেষ মুহূর্তে সোসাইদাদের হয়ে একমাত্র গোল করেন মাইকেল মেরিনো (৮৯ মিনিট)। ফলে মোট ৪-১ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করেছে ফরাসি ক্লাবটি।
অন্য ম্যাচে ইতালির লাজিওর বিরুদ্ধে খেলতে নেমেছিল বায়ার্ন মিউনিখ। ১-০ গোলে পিছিয়ে থেকে শুরু করেছিল বায়ার্ন। কিন্তু দ্বিতীয় লেগে লাজিওকে দাঁড়াতেই দেয়নি মিউনিখ। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন। প্রথম গোল করেন হ্যারি কেন। দ্বিতীয় গোল করেন মুলার। তৃতীয় এবং ম্যাচের শেষ গোল করে বায়ার্নের শেষ আট নিশ্চিত করেন হ্যারি কেন।
এখনও বাকি রয়েছে ৬টি দল। শেষ আটের লড়াইয়ে রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে খেলবে লেইপজিগ। ম্যান সিটির বিরুদ্ধে নামবে কোপেনহেগেন। নাপোলির সামনে বার্সেলোনা। পোর্তো খেলবে আর্সেনালের বিরুদ্ধে। বুরুশিয়া ডর্টমুন্ড খেলবে পিএসভির সামনে। ইন্টার খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন