আর্জেন্টাইন তারকা মেসিকে দু সপ্তাহের জন্য নির্বাসিত করলো ফরাসি ক্লাব প্যারিস সাঁ জার্মেইন বা পিএসজি। যার জেরে ক্লাব এবং মেসির মধ্যে আরও দূরত্ব বাড়তে পারে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।
পিএসজি ছাড়ার জল্পনার মধ্যেই কড়া শাস্তির মুখে লিওলেন মেসি। একাধিক ফরাসি সংবাদমাধ্যম সূত্রে খবর, ক্লাব কর্তৃপক্ষকে না জানিয়েই সৌদি আরবে সপরিবারে গেছেন মেসি। সেই জন্যই তাঁকে দু'সপ্তাহের জন্য নির্বাসিত করেছে পিএসজি। এই দু'সপ্তাহে অনুশীলনেও নামতে পারবেন না তিনি এবং বেতনও কেটে নেওয়া হবে বলে জানা যাচ্ছে। যা মেসির মতো হাইপ্রোফাইল প্লেয়ারের কাছে খুবই অপমানজনক।
অন্যদিকে মেসির সাথে পিএসজির চুক্তি খুব শীঘ্রই শেষ হয় যাচ্ছে। ফুটবল মহলে জল্পনা, সম্ভবত নতুন করে ফরাসি ক্লাবের সাথে চুক্তি করবেন না মেসি। একাধিক সূত্র মারফত জানা যাচ্ছে, পুরনো ক্লাব বার্সেলোনাতেই ফিরতে পারেন তিনি। আবার অনেকে মনে করছেন সৌদি ক্লাব আল হিলালে যোগ দিতে পারেন আর্জেন্টাইন তারকা। বর্তমানে মেসির সৌদিযাত্রার জেরে সেই জল্পনাই জোরালো হচ্ছে।
জানা যাচ্ছে, মেসি একটি বিজ্ঞাপনের শুট করতে সৌদিতে গিয়েছেন, সপরিবারে। দু'দিন শুট করার পর ফিরে যাওয়ার কথা তাঁর। সৌদি আরবের পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর লিও। সেই সংক্রান্ত বিষয়েই বিজ্ঞাপনের কাজে গিয়েছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, সৌদি আরবেরই অন্য একটি ক্লাব আল নাসেরে খেলছেন মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বার্ষিক ২ হাজার ২০০ কোটি টাকা পাচ্ছেন তিনি। এই আল নাসেরের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব হলো আল হিলাল। জানা গেছে, তারা বছরে ৪ হাজার কোটির বিনিময়ে মেসিকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। পিএসজির সাথে মেসির সম্পর্ক যে দিকে গড়াচ্ছে তাতে অন্য ক্লাবে যোগদান শুধু সময়ের অপেক্ষা বলেই বিশেষজ্ঞদের মত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন