UEFA Champions League: বার্সার কাছে হার PSG-র, ডর্টমুন্ডকে রুখলো অ্যাটলেটিকো

People's Reporter: স্প্যানিশ ফুটবলের অন্যতম দুই প্রধান ক্লাব বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকরা রীতিমতো উচ্ছ্বাসে মেতেছেন।
UEFA Champions League: বার্সার কাছে হার PSG-র, ডর্টমুন্ডকে রুখলো অ্যাটলেটিকো
ছবি - সংগৃহীত
Published on

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজিকে হারিয়ে দ্বিতীয় লেগে অ্যাডভান্টেজে থাকলো বার্সেলোনা। অন্য ম্যাচে জার্মান ক্লাব বুরুসিয়াকে ২-১ গোলে হারালো অ্যাটলেটিকো মাদ্রিদ।

স্প্যানিশ ফুটবলের অন্যতম দুই প্রধান ক্লাব বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকরা রীতিমতো উচ্ছ্বাসে মেতেছেন। ভারতীয় সময় বুধবার মধ্যরাতে ফরাসি ক্লাব পিএসজির ঘরের মাঠেই এমবাপ্পেদের হারালো বার্সেলোনা। ম্যাচের ৩৭ মিনিটে বার্সাকে এগিয়ে দেন রাফিনহা। প্রথমার্ধ শেষ হয়ে ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বার্সাকে জোড়া ধাক্কা দেয় পিএসজি। ৪৮ মিনিটে গোল করেন ডেম্বেলে। ২ মিনিটের মাথায় অর্থাৎ ৫০ মিনিটে পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন ভিতিনহা। ৬২ মিনিটে নিজের এবং বার্সার দ্বিতীয় গোল করে খেলায় সমতা ফেরান রাফিনহা। ৭৭ মিনিটে স্প্যানিশ ক্লাবকে জয় এনে দেন আন্দ্রেস। এই জয়ের সুবাদে কিছুটা হলেও এগিয়ে থাকলো বার্সা। কারণ দ্বিতীয় লেগে লেভনডস্কিরা খেলবেন নিজেদের ঘরে মাঠে।

অন্য ম্যাচে জার্মান ক্লাব বুরুসিয়াকে ২-১ ব্যবধানে হারালো অ্যাটলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে বুরুসিয়ার বিপক্ষে ৪ মিনিটেই গোল করে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন রদ্রিগো দে পল। ৩২ মিনিটে মাদ্রিদের হয়ে দ্বিতীয় গোল করেন স্যামুয়েল লিনো। ২-০ গোলে এগিয়ে থাকলেও বেশ চাপে ছিল অ্যাটলেটিকো। জার্মান ক্লাবও একের পর আক্রমণ করতে থাকে। ম্যাচের ৮১ মিনিটে বরুসিয়ার হয়ে গোল করেন সেবাস্টিয়ান হলার।

দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম ডর্টমুন্ডের ম্যাচ হবে ১৭ এপ্রিল, বুধবার মধ্যরাতে। বার্সা বনাম পিএসজির ম্যাচও একই দিনে একই সময়ে শুরু হবে।

UEFA Champions League: বার্সার কাছে হার PSG-র, ডর্টমুন্ডকে রুখলো অ্যাটলেটিকো
UEFA Champions League: বায়ার্নের বিরুদ্ধে ড্র আর্সেনালের, রিয়েল-সিটি ম্যাচও অমীমাংসিত
UEFA Champions League: বার্সার কাছে হার PSG-র, ডর্টমুন্ডকে রুখলো অ্যাটলেটিকো
ভারতের টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা নেই হার্দিকের! থাকবেন রিঙ্কু-শিবম, কী জানালেন প্রাক্তন তারকা?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in