উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমির লড়াইয়ে প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ১-০ গোলে পরাজিত হলো পিএসজি। ম্যাচে দাপট দেখিয়ে খেললেও পিছিয়ে পড়তে হলো ফ্রান্সের ক্লাবকে।
বুধবার মধ্যরাতে দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল পিএসজি এবং বরুসিয়া। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে দুই দলই। একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় পিএসজি। ম্যাচের ৩৬ মিনিটের মাথায় নিকলাসের গোলে ম্যাচে লিড নেয় জার্মান ক্লাবটি। সেটাই ছিল ম্যাচের প্রথম ও শেষ গোল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও দুই ক্লাব এক ছন্দে খেলতে থাকে। কিন্তু একের পর এক সুযোগ নষ্টের ফলে ম্যাচে আর কোনো গোল আসেনি।
এর আগে প্রথম সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল রিয়েল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। সেই ম্যাচ ২-২ ব্যবধানে শেষ হয়। রিয়েল ও বায়ার্নের দ্বিতীয় ম্যাচ রয়েছে ভারতীয় সময় ৯ মে মধ্যরাতে। অন্যদিকে পিএসজি এবং ডর্টমুন্ডের ম্যাচ হবে ৮ মে মধ্যরাতে। ওই ম্যাচেই জানা যাবে কোন দুই দল ফাইনালে উঠবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন