কুস্তিগীর ভীনেশ ফোগাট পদক পাবেন কি পাবেন না তা এখনও নিশ্চিত নয়। তবে ওজন বৃদ্ধি নিয়ে নাম না করে ভীনেশের উপরই দায় চাপালেন ভারতীয় অলিম্পিক্স সংস্থার সভাপতি পি টি ঊষা।
১০০ গ্রাম ওজন বেশি হওয়ার কারণে অলিম্পিক্স কুস্তির ফাইনাল (৫০ কেজি বিভাগ) থেকে বাতিল ঘোষণা করা হয় ভীনেশ ফোগাটকে। যা নিয়ে তোলপাড় হয় ভারতীয় ক্রীড়া মহল। বিষয়টি গড়ায় আন্তর্জাতিক ক্রীড়া আদালত পর্যন্ত। আদালত এখনও কোনও চূড়ান্ত রায় দেয়নি। এরই মধ্যে নাম না করেই ভীনেশ এবং ভীনেশের কোচের উপর দায় চাপালেন পি টি ঊষা।
পি টি ঊষা বলেন, "কুস্তি, ভারোত্তোলন, বক্সিং এবং জুডোর মতো খেলায় ওজন নিয়ন্ত্রণের দায়িত্ব ক্রীড়াবিদ এবং তাঁর কোচদের। এর জন্য ভারতীয় অলিম্পিক্স সংস্থার দ্বারা নিযুক্ত চিফ মেডিক্যাল অফিসার ড. পারদিওয়ালা এবং তাঁর টিমকে দায়ী করা উচিত নয়"।
তিনি আরও বলেন, ভিনেশের ঘটনায় ভারতীয় অলিম্পিক্স সংস্থার মেডিক্যাল টিমের প্রতি ঘৃণা, বিশেষ করে চিকিৎসক পারদিওয়ালাকে দোষ দেওয়া সত্যিই অগ্রহণযোগ্য। কোনও কিছু মন্তব্য করার আগে সকলের একটু বিবেচনা করা উচিত। প্যারিস অলিম্পিক্সে প্রত্যেক ক্রীড়াবিদের সাথে নিজস্ব দল ছিল। যারা বেশ কিছু বছর ধরে একসাথেই কাজ করেছে।
পি টি ঊষা এও বলেন, "ভারতীয় অলিম্পিক্স সংস্থা কয়েক মাস আগে মেডিক্যাল টিম নিযুক্ত করেছিল। প্রাথমিকভাবে প্রতিযোগিতা চলাকালীন এবং প্রতিযোগিতার পরে প্রতিযোগীকে চোটমুক্ত করার দায়িত্ব পালন করে এই মেডিক্যাল টিম। এছাড়া যাঁদের নিজস্ব কোনও মেডিক্যাল টিম নেই তাঁদেরকেও সাহায্য করে এই টিম"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন