IND vs AUS: বর্ডার-গাভাসকার ট্রফিতে বড় মাইলফলকের দোরগোড়ায় পূজারা ও কোহলি

পূজারা যদি আর ১০৭ রান এবং কোহলি যদি ৩১৮ রান যোগ করতে পারেন তবে তাঁরা দুজনেই সিরিজে ২০০০ রানের ক্লাবে প্রবেশ করবেন।
বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা
বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারাগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

হাতে মাত্র আর এক দিন। তারপরেই নাগপুরে শুরু হবে বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম টেস্ট ম্যাচ। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের দুই পরাশক্তি অস্ট্রেলিয়া ও ইন্ডিয়ার এই টেস্ট সিরিজ ঘিরে দুই দেশের সমর্থকদের উত্তেজনার শেষ নেই। অনুমান করা হচ্ছে এই সিরিজে তৈরি হবে একাধিক রেকর্ড। ভারতের দুই তারকা ব্যাটার চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলি দাঁড়িয়ে রয়েছেন বড় মাইলফলকের দোরগোড়ায়।

বর্ডার-গাভাসকার ট্রফিতে চেতেশ্বর পূজারা রান করেছেন ১৮৯৩। এই ট্রফিতে কোহলির মোট রান ১৬৮২। আসন্ন সিরিজে পূজারা যদি আর ১০৭ রান এবং কোহলি যদি ৩১৮ রান যোগ করতে পারেন তবে তাঁরা দুজনেই সিরিজে ২০০০ রানের ক্লাবে প্রবেশ করবেন।

সক্রিয় ব্যাটারদের মধ্যে, পূজারা এবং কোহলি বর্ডার-গাভাসকার ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক। সার্বিকভাবে শচীন তেন্ডুলকর, রিকি পন্টিং, ভিভিএস লক্ষণ, রাহুল দ্রাবিড় এবং মাইকেল ক্লার্কের পরে রয়েছেন পূজারা এবং বিরাট।

বর্ডার-গাভাসকার সিরিজে সর্বাধিক রান:

শচীন তেন্ডুলকর: ৬৫ ইনিংসে ৩২৬২ রান (৩৪ ম্যাচ)

রিকি পন্টিং: ৫১ ইনিংসে ২৫৫৫ রান (২৯ ম্যাচ)

ভিভিএস লক্ষ্মণ: ৫৪ ইনিংসে ২৪৩৪ রান (২৯ ম্যাচ)

রাহুল দ্রাবিড়: ৬০ ইনিংসে ২১৪৩ রান (৩২ ম্যাচ)

মাইকেল ক্লার্ক: ৪০ ইনিংসে ২০৪৯ রান (২২ ম্যাচ)

চেতেশ্বর পূজারা: ৩৭ ইনিংসে ১৮৯৩ রান (২০ ম্যাচ)

বিরাট কোহলি: ৩৬ ইনিংসে ১৬৮২ রান (২০ ম্যাচ)

বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল T20 অধিনায়ক
বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা
Earthquake in Turkey: ধ্বংসস্তুপে আটক চেলসির প্রাক্তন তারকা উদ্ধার, এখনও নিখোঁজ দুই ফুটবলার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in