ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন কলকাতায় এলেন রিও অলিম্পিকে রুপো জয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু। শহরের একটি পাঁচতারা হোটেলে এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি।
কিছুদিন আগে ফ্রেঞ্চ ওপেনে খেলতে গিয়ে হাঁটুতে চোট লাগে সিন্ধুর। অনুষ্ঠানেও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলেন। হাসিমুখে মেটালেন সেলফি আবদার। ভারতীয় ক্রিকেট দল নিয়ে জানান, 'বিরাট কোহলিকে আমার ভালো লাগে। আমার প্রিয় ক্রিকেটার। তবে গোটা ভারতীয় দলকেই বিশ্বকাপে আমি শুভেচ্ছা জানাচ্ছি।'
২০৩৬ সালে অলিম্পিক আয়োজনের চেষ্টা করছে ভারত। সেই প্রসঙ্গে সিন্ধু বলেন, 'ভারতে বর্তমানে যা ব্যবস্থা রয়েছে তাতে অনায়াসে আমাদের দেশ অলিম্পিক আয়োজন করতে পারে। নিজের দেশে অলিম্পিক হলে অবশ্যই গর্ববোধ হবে।'
পাশাপাশি সিন্ধু অতীতের কথাও জানান। তিনি বলেন, বাবার সঙ্গে ৫৭ কিলোমিটার রাস্তা অতিক্রম করে প্র্যাকটিসে যাওয়ার দিনগুলো কখনও ভুলতে পারবো না ।' নিজের কেরিয়ারে এখনও পর্যন্ত প্রচুর রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। তবুও হাসিমুখে জানান, "সবে তো শুরু, এখনও অনেক পথ চলা বাকি।পরের প্যারিস অলিম্পিক আমার টার্গেট। জানি লড়াই সহজ হবে না। তবুও আমি নিজের সেরাটা দিয়ে পারফরম্যান্স করতে মরিয়া থাকবো।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন