Qatar WC 22: ফিফা তালিকার প্রথম সারিতে থাকলেও এই ৫ দেশকে দেখা যাবে না কাতার বিশ্বকাপে

এবারের বিশ্বকাপ শুরু হচ্ছে ২০ নভেম্বর থেকে। আর বিশ্বকাপে দেখা যাবে না ইতালি, সুইডেন, ইজিপ্ট, কলোম্বিয়া সহ একাধিক দেশকে। যা বেশ হতাশ করেছে ফুটবল ভক্তদের।
Qatar WC 22: ফিফা তালিকার প্রথম সারিতে থাকলেও এই ৫ দেশকে দেখা যাবে না কাতার বিশ্বকাপে
ছবি সৌজন্য ফিফা
Published on

২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। এবারে আয়োজক দেশ কাতার। ৩২ টি দেশ এবারের বিশ্বকাপে খেললেও এমন ৫টি দেশ আছে যাদের অনুপস্থিতি ফুটবল বিশ্ব অনুভব করবে।

প্রথমে যে দেশের নাম বলতেই হবে সেটা হল ইটালি। ফিফা তালিকায় ৬ নম্বরে থেকেও বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় চার বারের বিশ্বকাপ জয়ী দেশ। ইটালি ভক্তরা এতে বেশ হতাশই হয়েছেন। নর্থ ম্যাসিডোনিয়ার কাছে প্লে অফ সেমিফাইনালে হেরে ২০২২ সালের বিশ্বকাপের আশাভঙ্গ হয় আজুরিদের।

দ্বিতীয় দেশটি হল চিলি। চিলি বললেই স্যাঞ্চেস ও ভিদালের পায়ের জাদুর কথা মনে পড়ে সকলের। তবে দুঃখের বিষয় হল কাতার বিশ্বকাপে তাদেরকে দেখা যাবে না। ফিফা র‍্যাঙ্কিং-এ ২৯ নম্বরে থেকেও কাতারের টিকিট পায়নি চিলি। ১৯৬২ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে চিলি। ২২-র বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বে মাত্র একটি ম্যাচ জেতে স্যাঞ্চেসরা।

Qatar WC 22: ফিফা তালিকার প্রথম সারিতে থাকলেও এই ৫ দেশকে দেখা যাবে না কাতার বিশ্বকাপে
Qatar World Cup 22: মানবাধিকার লঙ্ঘনের শীর্ষে কাতার, বিশ্বকাপ বয়কট করছেন ফিলিপ লাম
Qatar WC 22: ফিফা তালিকার প্রথম সারিতে থাকলেও এই ৫ দেশকে দেখা যাবে না কাতার বিশ্বকাপে
FIFA WORLD CUP 2022: কাতার বিশ্বকাপে চাহিদার শীর্ষে আর্জেন্টিনার ম্যাচ

ফিফা তালিকায় ১৭ নম্বরে কলম্বিয়া। দক্ষিণ আমেরিকার এই দেশে তারকা খেলোয়াড়ের অভাব তেমনটাও নয়। তাও কনমেবল কোয়ালিফায়ারে ষষ্ঠ স্থানে যাত্রা শেষ করে তারা। কলম্বিয়ারই তারকা প্লেয়ার জেমস রড্রিগেজ বিশ্বকাপে গোল্ডেন বুটও জেতেন। তিনি এক বছর কাতারে ক্লাব ফুটবলও খেলেছিলেন। তিনি বলেন, এটা খুবই দুঃখের আমার কাছে।

চতুর্থ দেশটি হল রাশিয়া। ফিফা তালিকায় ৩৫ নম্বরে আছে। কাতার বিশ্বকাপ থেকে রাশিয়ার ছিটকে যাওয়ার কারণটা সকলের কাছে পরিষ্কার। ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণের ফলেই তাদেরকে কাতার বিশ্বকাপে নিষিদ্ধ ঘোষণা করে ফিফা। ২০১৮ বিশ্বকাপে সকলকে চমক দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল রাশিয়া।

ফিফা তালিকায় ২০ নম্বরে থাকা সুইডেনও এবারের বিশ্বকাপে নেই । যোগ্যতা অর্জন পর্বে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচ হারে সুইডেন। যা বিশ্বকাপের রাস্তা বন্ধ করে দেয়। ১৯৫৮ সালে সুইডেন ফিফা বিশ্বকাপ আয়োজন করে। সেই বছর ফাইনালেও পৌঁছায় সুইডেন। তবে ব্রাজিলের কাছে হেরে রানার্স হয় তারা।

এই ৫টি দেশ ছাড়াও কাতার বিশ্বকাপে ইজিপ্ট, নাইজেরিয়া, আলজেরিয়ার মতো দেশের খেলাও দেখতে পাবেন না ফুটবল বিশ্ব।

Qatar WC 22: ফিফা তালিকার প্রথম সারিতে থাকলেও এই ৫ দেশকে দেখা যাবে না কাতার বিশ্বকাপে
World Cup 2022: ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলে কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করলো পর্তুগাল
Qatar WC 22: ফিফা তালিকার প্রথম সারিতে থাকলেও এই ৫ দেশকে দেখা যাবে না কাতার বিশ্বকাপে
FIFA World Cup 2022: ইতিমধ্যেই কাতার বিশ্বকাপের ২.৪৫ মিলিয়ন টিকিট বিক্রি ফিফার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in