মিথ্যাচারের অভিযোগ করেছে চিলি, যোগ্যতা অর্জন করলেও কাতার বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় ইকুয়েডর

আট বছর পর ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে ইকুয়েডর। তবে বিশ্বকাপের তাকে কাঠি পড়ার কয়েক মাস আগেই লাতিন আমেরিকার দেশটি কাতার বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় রয়েছে।
বাইরন ক্যাস্তিয়োর
বাইরন ক্যাস্তিয়োরছবি সংগৃহীত
Published on

আট বছর পর ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে ইকুয়েডর। তবে বিশ্বকাপের তাকে কাঠি পড়ার কয়েক মাস আগেই লাতিন আমেরিকার দেশটি কাতার বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় রয়েছে।

ইকুয়েডরের হয়ে খেলা ডিফেন্ডার বাইরন ক্যাস্তিয়োর জন্ম সাল, স্থান, দেশ নিয়ে ফিফার কাছে মিথ্যাচারের অভিযোগ করেছে চিলি। তাদের মতে ইকুয়েডরের হয়ে বাছাই পর্বে আট ম্যাচ খেলা বায়ারন ক্যাস্তিয়ো ইকুয়েডরিয়ান ছিলেন না। তাঁর জন্ম কলম্বিয়াতে। এই অভিযোগের পরেই নড়ে চড়ে বসেছে ফিফা। ডিসিপ্লিনারি কমিটি এই বিষয়ে খতিয়ে দেখছে। চিলির অভিযোগ সত্যি হলে ইকুয়েডরের জন্য কাতার বিশ্বকাপের দরজা বন্ধ হয়ে যেতে পারে এবং কপাল খুলে যেতে পারে চিলির।

ইকুয়েডরের ফুটবল অ্যাসোসিয়েশন অবশ্য এই বিষয়টি মানতে নারাজ। তারা জানিয়েছে আইনি ভাবে ক্যাস্তিয়ো ইকুয়েডরের ফুটবলার এবং সমস্ত বৈধ জাতীয় নথিপত্রও রয়েছে তাদের কাছে।

২৩ বর্ষীয় ক্যাস্তিয়ো ইকুয়েডরের হয়ে আটটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলেছেন। যার মধ্যে চিলির বিপক্ষে দু' ম্যাচেই ছিলেন তিনি। প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয় এবং দ্বিতীয় ম্যাচে ইকুয়েডর জেতে ২-০ গোলে। এখন প্রশ্ন হচ্ছে ইকুয়েডর বাদ পড়লে চিলির লাভ কীভাবে? যেহেতু চিলি রয়েছে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে।

লাতিন আমেরিকার বাছাই পর্বের শীর্ষ চার দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে। পঞ্চম স্থানে শেষ করা দলকে খেলতে হবে প্লে অফ। তাই প্লে অফ খেলে যোগ্যতা অর্জনের লড়াইয়ে রয়েছে পেরু। ইকুয়েডর রয়েছে চতুর্থ স্থানে এবং কলম্বিয়া ষষ্ঠ স্থানে। ইকুয়েডর বাদ পড়লে বাছাইপর্ব না খেলে সরাসরিই বিশ্বকাপে যাওয়ার সুযোগ রয়েছে পেরুর এবং কলম্বিয়ার সামনে সুযোগ রয়েছে প্লে অফ খেলার। সেক্ষেত্রে চিলির অবস্থানের কিছু পরিবর্তন হবেনা। কিন্তু চিলির ভাগ্য খুলতে পারে, যদি ক্যাস্তিয়োর খেলা আট ম্যাচকে অবৈধ ঘোষণা করে বিপক্ষ দলকে পয়েন্ট দিয়ে দেয় ফিফা। সেক্ষেত্রে পেরু, কলম্বিয়াকে টপকে চারে উঠে আসবে চিলি এবং দরজা খুলে যাবে বিশ্বকাপের।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in