Ravichandran Ashwin: বিশ্বের দ্রুততম ৫০০ উইকেট শিকারীর তালিকায় রবিচন্দ্রন অশ্বিন

People's Reporter: বিশ্বের দ্রুততম ৫০০ উইকেট শিকারী ক্লাবের প্রথম তিনজনের মধ্যে দু’জনে অবসর নিয়েছেন। মুথাইয়া মুরলীধরণ ১৩৩টি ম্যাচে ৮০০ উইকেট শিকার এবং ১৩২ ম্যাচে অনিল কুম্বলের শিকার ৬১৯ উইকেট।
মুথাইয়া মুরলীধরণ, আর অশ্বিন এবং অনিল কুম্বলে
মুথাইয়া মুরলীধরণ, আর অশ্বিন এবং অনিল কুম্বলেগ্রাফিক্স - আকাশ
Published on

টেস্ট ক্রিকেটে দ্রুততম ৫০০ উইকেট শিকারির তালিকায় নাম লেখালেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ৯৮তম টেস্ট ম্যাচে তিনি এই নজির গড়েন। রাজকোটে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের জ্যাক ক্রলিকে আউট করে বিশ্বের তৃতীয় স্পিনার হিসেবে তিনি এই তালিকায় ঢুকলেন। অশ্বিনের আগে শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরণ ৮৭ টেস্টে ৫০০ উইকেট লাভ করেছিলেন। তিনিই বর্তমানে বিশ্বে দ্রুততম ৫০০ উইকেট শিকারির রেকর্ডধারী।

বিশ্বে দ্রুততম ৫০০ উইকেট (৮৭ টেস্ট) অধিকারীদের তালিকায় প্রথম স্থানে আছেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরণ। এই তালিকায় দ্বিতীয় স্থানাধিকারী রবিচন্দ্রন অশ্বিন। ৯৮ টেস্টে তিনি ৫০০ উইকেট দখল করলেন। তালিকায় তৃতীয় অনিল কুম্বলে (১০৫ টেস্ট), চতুর্থ অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন (১০৮ টেস্ট), অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রাথ (১১০ টেস্ট), ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ (১২৯ টেস্ট), ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন (১২৯ টেস্ট) ও ইংল্যান্ডের স্টুয়ারট ব্রডঃ (১৪০ টেস্ট)।

এর আগে রবিচন্দ্রন অশ্বিন তাঁর প্রথম ১৬টি টেস্টে ন’বার ৫টি করে উইকেট পেয়েছিলেন এবং ৩০০ উইকেট শিকারীদের ক্লাবে ঢুকেছিলেন। টেস্ট ম্যাচ ছাড়াও ১১৬টি একদিনের ম্যাচে তাঁর সংগ্রহ ১৫৬ উইকেট এবং ৬৫টি টি-২০ ম্যাচে তাঁর সংগ্রহ ৭২ উইকেট।

৫০০ উইকেট শিকারের পথে রবিচন্দ্রন অশ্বিন বল করেছেন ২৫,১৭৫টি। তাঁর ঠিক আগেই আছে গেল ম্যাকগ্রাথ। যিনি ৫০০ উইকেট নিতে বল করেছিলেন ২৫,৫২৮টি।

বিশ্বের দ্রুততম ৫০০ উইকেট শিকারীদের ক্লাবের প্রথম তিনজনের মধ্যে দু’জনেই বর্তমানে অবসর নিয়েছেন। মুথাইয়া মুরলীধরণ নিজের কেরিয়ারে ১৩৩টি ম্যাচে ৮০০ উইকেট শিকার করেছেন। অন্যদিকে ১৩২টি ম্যাচ খেলে অনিল কুম্বলে পেয়েছেন ৬১৯ উইকেট।

মুথাইয়া মুরলীধরণ, আর অশ্বিন এবং অনিল কুম্বলে
Neymar: চোট সারিয়ে সৌদি এলেন নেইমার, মাঠে নামা শুধু সময়ের অপেক্ষা
মুথাইয়া মুরলীধরণ, আর অশ্বিন এবং অনিল কুম্বলে
IND vs ENG: রোহিতের পর জাদেজারও হাফ সেঞ্চুরি! পরপর ৩ উইকেটের ধাক্কা সামলে চালকের আসনে ভারত

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in