ইতিহাস রচনা নাদালের, মেদভেদেভকে হারিয়ে Australian Open চ্যাম্পিয়ন স্প্যানিশ কিংবদন্তী

রজার ফেডেরার এবং নোভাক জোকোভিচকে পেছনে ফেলে রেকর্ড ২১ তম গ্র্যান্ডস্ল্যামের খেতাব জিতে নিলেন নাদাল। পাঁচ সেটের হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম খেতাব জিতলেন 'স্প্যানিশ বুল'।
রাফায়েল নাদাল
রাফায়েল নাদালছবি সংগৃহীত
Published on

মেলবোর্নে ইতিহাস রচনা করলেন স্প্যানিশ কিংবদন্তী রাফায়েল নাদাল। রজার ফেডেরার এবং নোভাক জোকোভিচকে পেছনে ফেলে রেকর্ড ২১ তম গ্র্যান্ডস্ল্যামের খেতাব জিতে নিলেন নাদাল। রড লেভার এরেনাতে পাঁচ সেটের হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর রাশিয়ান তারকা দানিয়েল মেদভেদেভকে ৩-২ সেটে পরাজিত করে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম খেতাব জিতলেন 'স্প্যানিশ বুল'। ৫ ঘন্টা ২৪ মিনিটের লড়াইয়ে রাফার পক্ষে ম্যাচের ফলাফল ২-৬, ৬-৭(৫-৬),৬-৪, ৬-৪, ৭-৫।

অস্ট্রেলিয়ান ওপেনের মেগা ফাইনালে বিশ্বের দু নম্বর তারকা দানিয়েল মেদভেদেভ মুখোমুখি হয়েছিলেন পাঁচ নম্বর নাদালের। ২৫ বর্ষীয় মেদভেদেভ অঘটন ঘটানোর জন্য বদ্ধ পরিকর ছিলেন। প্রথম সেটে নাদালকে দাঁড়াতেই দেননি তিনি। ৬-২ ব্যবধানে প্রথম সেট জিতে নেন। দ্বিতীয় সেটে নাদাল শুরুটা ভালো করলেও একসময় ৪-১ এ পিছিয়ে থেকেও সেট জিতে নেন রুশ তারকা। প্রথম দুই সেটে হেরে তৃতীয় সেট খেলতে নামেন রাফা।

তৃতীয় সেট থেকেই দাপট দেখাতে শুরু করেন স্প্যানিশ মহাতারকা। তবে মেদভেদেভ লড়াই চালিয়ে যান সমানে সমানে। তৃতীয় সেটে ৬-৪ ব্যবধানে জয় তুলে নেওয়ার পর চতুর্থ সেটে একই ফলাফল জয় পান নাদাল। সেইসঙ্গে ফিরে পান সমতা। পঞ্চম সেটে জমজমাট লড়াইয়ের পর রুদ্ধশ্বাস ম্যাচে জয় নিশ্চিত করেন স্প্যানিশ মহাতারকা। সেইসঙ্গে মেলবোর্নের রড লেভার এরেনাতে রচনা করেন টেনিস জগতের নতুন ইতিহাস।

এতোদিন পর্যন্ত রজার ফেডেরার, নোভাক জোকোভিচ এবং রাফায়েল নাদাল ত্রয়ী প্রত্যেকেই ২০ টি করে গ্র্যান্ডস্ল্যাম খেতাব জিতেছিলেন। এদিন জোকার এবং ফেডেরারকে পেছনে ফেলে পুরুষদের সিঙ্গেলসে রেকর্ড ২১ তম গ্র্যান্ডস্লাম জিতে নিয়েছেন রাফা। শেষবার ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন নাদাল। দীর্ঘ ১৩ বছর পর আবারও মেলবোর্নের রাজা হলেন তিনি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in