বার্সেলোনা ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন রাফায়েল নাদাল। চোট সারিয়ে এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি স্প্যানিশ মহাতারকা। রেকর্ড বর্ধিত ১৫ তম ফ্রেঞ্চ ওপেন জয়ের প্রস্তুতিতে স্বাভাবিক ভাবেই বড় ধাক্কা খেলেন ২২ টি গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী নাদাল।
জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ান ওপেনে চোট পেয়েছিলেন নাদাল। ৩৬ বর্ষীয় মহাতারকা জানান, নিতম্বের ফ্লেক্সর ইনজুরি থেকে এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। যে কারণে বার্সেলোনা ওপেনে খেলবেন না তিনি। আগামীকাল থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।
ট্যুইটে নাদাল জানান, "আমি এখনও প্রস্তুত নই এবং তাই আমি প্রতিযোগিতায় ফেরার জন্য আমার প্রস্তুতি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি।"
চলতি বছরের প্রথম মেজর অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন নাদাল। চোট নিয়ে পেরে উঠছিলেন না তিনি। টাইটেল ডিফেন্ড করতে নামা স্প্যানিশ তারকা আমেরিকার অখ্যাত তারকা ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে ৪-৬, ৪-৬ এবং ৫-৭ ব্যবধানে হেরে যান। সেই চোট কাটিয়ে এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন