ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে মেয়াদ বাড়লো রাহুল দ্রাবিড়ের। মেয়াদ বাড়ানো সংক্রান্ত বিসিসিআই-এর প্রস্তাব মেনে নেওয়ায় আপাতত তিনিই প্রধান কোচ হিসেবে বহাল থাকবেন। যদিও কতদিনের জন্য এই মেয়াদ বৃদ্ধি তা বিসিসিআই নির্দিষ্ট করে জানায়নি। যদিও অনুমান করা হচ্ছে কমপক্ষে আগামী বছরের জুন মাসে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাঁর মেয়াদ বাড়ানো হচ্ছে।
২০২১ সালের নভেম্বরে দুই বছরের জন্য ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হয়েছিলেন রাহুল দ্রাবিড়। যা চলতি বছরের এই মাসের শুরুতে ওয়ানডে বিশ্বকাপের সমাপ্তিতে শেষ হয়েছে। প্রধান কোচ হিসেবে দ্রাবিড়ের অধীনে টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেও, ভারত এই সময়ে কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি-ফাইনালিস্ট এবং ২০২৩ বিশ্বকাপ টেস্টে রানার্স-আপ এবং ওয়ান ডে বিশ্বকাপে রানার্স আপ হয়েছে ভারতীয় দল। তবে ওডিআই বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারার আগে নয়টি লিগ ম্যাচ এবং সেমিফাইনাল জিতেছিল।
তাঁর মেয়াদ বৃদ্ধির পর এক বিবৃতিতে রাহুল দ্রাবিড় জানিয়েছেন, " আমার উপর আস্থা রাখার জন্য আমি বিসিসিআই আধিকারিকদের ধন্যবাদ জানাই।… আমরা বিশ্বকাপের পরে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার সাথে সাথে মাঠেও শ্রেষ্ঠত্ব প্রমাণে প্রতিশ্রুতিবদ্ধ।"
প্রধান কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে দ্রাবিড়ের প্রথম অ্যাসাইনমেন্ট হল ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। যা আগামী ১০ ডিসেম্বর থেকে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে দিয়ে শুরু হবে। এরপর ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে এবং ৩ জানুয়ারি থেকে কেপটাউনে দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর আগামী বছরের জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারতীয় পুরুষ ক্রিকেট দল।
প্রধান কোচের মেয়াদ বাড়ানোর পাশাপাশি সাপোর্ট স্টাফদেরও মেয়াদ বাড়িয়েছে বিসিসিআই। এঁদের মধ্যে আছে বিক্রম রাঠৌর (ব্যাটিং কোচ), পারস মামড়ে (বোলিং কোচ) এবং টি দিলীপ (ফিল্ডিং কোচ)।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন